জামাই ষষ্টী
.,.,.শুভজিত দত্ত.,.,
শ্বাশুড়ির ঘুম নেই
কাল পরশু ষষ্টী
বেজায় চিন্তায় নিয়ে
ওই ম্যেনু টা
সব শেষে ঠিক হল
কি হবে ম্যেনুটা
নতুন জামাই
বেজায় চিন্তায়
কতটা গিলবো
গন্ডায় পিন্ডায়
নানা পদ সাজিয়ে
দিল মা শ্বাশুড়ি
মা মেয়ে তাকিয়ে
দেখে ওই আহারে
কি ভাবে গিলছে
বেটা ওই জ্বামায়ে
লাভ নেই তাকিয়ে
সব শেষ বাটিতে
কাটা আর হার গুলো
তাও খাই জ্বামায়ে
শেষ মেষ কাত হয়ে
যায় বেটা ঘুমিয়ে
উঠে নিয়ে সন্ধ্যায়
কি আছে ম্যেনুতে
দরজায় খিল দিয়ে
লাঠি নিয়ে শ্বশুড়ে
অন্ন ধংস করে
ওই শালারে😁
.,.,.শুভজিত দত্ত.,.,
শ্বাশুড়ির ঘুম নেই
কাল পরশু ষষ্টী
বেজায় চিন্তায় নিয়ে
ওই ম্যেনু টা
সব শেষে ঠিক হল
কি হবে ম্যেনুটা
নতুন জামাই
বেজায় চিন্তায়
কতটা গিলবো
গন্ডায় পিন্ডায়
নানা পদ সাজিয়ে
দিল মা শ্বাশুড়ি
মা মেয়ে তাকিয়ে
দেখে ওই আহারে
কি ভাবে গিলছে
বেটা ওই জ্বামায়ে
লাভ নেই তাকিয়ে
সব শেষ বাটিতে
কাটা আর হার গুলো
তাও খাই জ্বামায়ে
শেষ মেষ কাত হয়ে
যায় বেটা ঘুমিয়ে
উঠে নিয়ে সন্ধ্যায়
কি আছে ম্যেনুতে
দরজায় খিল দিয়ে
লাঠি নিয়ে শ্বশুড়ে
অন্ন ধংস করে
ওই শালারে😁
No comments:
Post a Comment