ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 1, 2016

ছোট্ট বেলা
শুভ জিত দত্ত

ছোটাছুটি লাফালাফি চলতো সারাক্ষণ
দুষ্টুমি তে ভরা ছিল মজার ছোট্ট বেলা
হুরোহুরি দাপাদাপি নেই যে একটু বিরাম
সকাল থেকেই শুরু সন্ধ্যা হলেই শেষ
নালিশের পর নালিশ পরতে থাকতো সারাদিন
বাড়ি ফিরেই মার বকুনি নিত্যদিনের সঙ্গী
হৈহৈ করে চলত আমার ছোট্ট বেলা
আম চুরি লিচু চুরি আরো কত চুরি
আমি ছিলাম বড্ড চালাক পারতো
 না কেউ ধরতে
হঠাৎ করেই হলাম বড়
কেমন করে হারিয়ে গেল দুষ্টুমিতে
ভরা সেই মজার ছোট্ট বেলা
আবার কি পাবো ফিরে মায়ের বকুনি
আর শাষনে ভরা সেই ছোট্ট বেলা
মাঝে মাঝে বড়ই ইচ্ছা হয়
ফিরে যেতে সেই ছোট্ট বেলায়

বৈশাখ মানেই হঠাৎ করে
কালো মেঘ ঘনিয়ে ঝড়ের আগমন
দিক বিদিক ছোটাছুটি
প্রচন্ড ঝড়ে দৌড়ে বাড়ি ফেরা
বৈশাখ মানে তপ্ত গরমে
কৃষকের শান্তি একটু পান্তা ভাতে
হাপুস হুপুস করে মুখে দিয়ে
প্রচন্ড গরমে কর্মব্যাস্ত হওয়া
দর দর করে ঘাম ঝড়তে
থাকে অবিরত তার মাঝে
এক ফোঁটা বৃষ্টির আহবান
অপেক্ষার পালা শেষ করে
এক সময় দেখা মেলে বৃষ্টির
মঝে মাঝে মনে পড়ে
ঝড়ের দিনে আম কুড়ানোর
সেই দুরন্ত পানার স্মৃতি
আর ঠাকুমার আম মাখা
আজো মুখে লেগে আছে
ফেলু রাম
শুভ জিত দত্ত
ফেল করেছি অনেক বার
হাল ছাড়িনি একবারও
লোকে যে যাই বলুক আমাই
আমি ভাই শুনবো না
ফেল করেছি বেশ করেছি
তোমার তাতে কি
কান পাতি না কোন কথায়
ও সব সয়ে গেছে
পড়াশুনার পোকা কেন
মাথায় ঢোকে না
শত চেষ্টা করেও কেন
পাশ করতে পারি না
শেষে কিনা ফেলু রাম
উপাধি টা জুটলো কপালে
বাবু মশাই
 শুভ জিত দত্ত
 বাবু মশাই আসলো এবার
 কলিকাতা থেকে
 চারিদাকে চলছে তাই
 বরন প্রস্তুতি
 মহা ভোজনের আয়োজন তাই
 চলছে জোরে সোরে
 ষ্টেশনে ভির জমছে
 বাবু এল বোধায়
 দাদু এল বরন করতে
 মালা হাতে নিয়ে
 হাতির পিঠেই উঠে বাবু
 চলল জমিদার বাড়ী
 হা করে সব রইল তাকিয়ে
 বাবু মশাই এর দিকে
 ববু যে বড্ড শিক্ষিত
 কথা বলতেই ভয় লাগে
 সাজ সাজ রব বিরাজ করে
 জমিদার বাড়ির চারিদিকে
 বহু দিন পড়ে বাবু
 এলো বাড়িতে
 সবাই যে তাই মহা আনন্দে
 করছে উৎসব