ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, February 22, 2016

ওরা বার বার বাংলা
ভাষার ওপর করেছে আঘাত
তবু বাঙালী মাথা নত করে নি
ওরা যতবার করেছে আঘাত
বাঙালী তার জীবন দিয়ে
করেছে প্রতিঘাত
প্রয়োজনে এই বাঙালি রক্তে
রাঙিয়েছে রাজপথ
তবু বাঙালী কখনো
পিছু হটে নি
বিট্রিশ আন্দোলনেও এই
বাঙালীর অবদান চিরস্মরণীয়
নেতাজী সুভাস,মাষ্টার দা
হাসি মুখে নিজের জীবন
করেছে বলিদান
বাঙলী যে বীরের জাতি
 এরা ভয় কে করে জয়
.,.,.,,.,.,,.,.,.,,.,,,.,.,,শুভ জিত দত্ত
শুভ জিত দত্ত
ছলবলে আমার সাথে
করলে তুমি খেলা
বুঝতে আমরা হয়নি দেরি
তোমার কারসাজি
বড্ড বোকা ছিলাম আমি
তাই বলে সুযোগ নিলে তুমি
বুঝতে পেরে এখন আমি
তোমার থেকে
দূরে দূরে থাকি
এখন আমি বড্ড সূখি
আছি একাকী
ভালই আছি এখন আমি
তোমায় ভুলে আজ

পরাধীনতার বেড়াজাল
.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
সেদিন এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা নেমেছিল
যুদ্ধের ময়দানে
ছেড়েছিল ঘর করেছিল
জীবন বাজী
তবে কেন হল না অর্জিত
ওদের প্রাপ্য স্বাধীনতা টুকু
কেন আজও পরাধীনতার
বেড়াজালে আটকে আছে ওরা
আজ মুক্ত আকাশে উড়ে
বেড়াতে কেন এত বাঁধা
স্বাধীনতার পরাজিত শক্তিরা কেন
আজো কুঁড়ে কুঁড়ে খায় মানচিত্র
আজ এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা ঢেলেছিল তাজা রক্ত
করেছিল নিজের জীবন
বলিদান মাতৃভূমির টানে

Tuesday, February 2, 2016

ভীরের মাঝে
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
আজ পাঠক সমাগমে
মুখোরিত হল চারিদিক
মেলার দোকান গুলো আজ
ভরপুর হল পাঠকে
ভিরের মাঝে খুঁজে পাওয়া
যায় না যে কাওকে
এদিক ওদিক খুঁজে
সারাদিন হয়ে যায় হয়রান
কবি কে একটু দেখবো
বলে সারাদিন চলে খোঁজাখুজি
একবারের জন্য হলেও
সামনে থেকে একটু
দেখতে পারতাম তাকে
দিন যায় রাত আসে
ভীর যে ক্রমেই বাড়তে
থাকে মেলা প্রাঙ্গনে
যানি না তাকে আর
খুঁজে পাওয়া হবে কিনা