ওরা বার বার বাংলা
ভাষার ওপর করেছে আঘাত
তবু বাঙালী মাথা নত করে নি
ওরা যতবার করেছে আঘাত
বাঙালী তার জীবন দিয়ে
করেছে প্রতিঘাত
প্রয়োজনে এই বাঙালি রক্তে
রাঙিয়েছে রাজপথ
তবু বাঙালী কখনো
পিছু হটে নি
বিট্রিশ আন্দোলনেও এই
বাঙালীর অবদান চিরস্মরণীয়
নেতাজী সুভাস,মাষ্টার দা
হাসি মুখে নিজের জীবন
করেছে বলিদান
বাঙলী যে বীরের জাতি
এরা ভয় কে করে জয়
.,.,.,,.,.,,.,.,.,,.,,,.,.,,শুভ জিত দত্ত
ভাষার ওপর করেছে আঘাত
তবু বাঙালী মাথা নত করে নি
ওরা যতবার করেছে আঘাত
বাঙালী তার জীবন দিয়ে
করেছে প্রতিঘাত
প্রয়োজনে এই বাঙালি রক্তে
রাঙিয়েছে রাজপথ
তবু বাঙালী কখনো
পিছু হটে নি
বিট্রিশ আন্দোলনেও এই
বাঙালীর অবদান চিরস্মরণীয়
নেতাজী সুভাস,মাষ্টার দা
হাসি মুখে নিজের জীবন
করেছে বলিদান
বাঙলী যে বীরের জাতি
এরা ভয় কে করে জয়
.,.,.,,.,.,,.,.,.,,.,,,.,.,,শুভ জিত দত্ত