Shubhajit Datta - শুভ জিত দত্ত

Wednesday, February 7, 2024

কবিতা গ্রাম্য সংস্কৃতি

 গ্রাম্য সংস্কৃতি 

-শুভ জিত দত্ত


একটা সময় গ্রামে বসতো

যাত্রাপালার আসর

মাঝে মধ্যে বসতো আবার

জারি গানের বাসর


দেখতে দেখতে সে সব যে আজ

হারিয়ে গেল শেষে

মুছে যাচ্ছে তাদের কথা

জলের স্রোতে ভেসে 


শিল্পী যারা কাজের খোঁজে

ভিক্ষার থালা ধরে

বাকি টুকু যাই বা ছিলো 

বেঁচে কেজি দরে


ধুঁকতে ধুঁকতে কোনো রকমে

আশ্রয় যখন ঢাকা

সোজা পথে চলছে না যে

চলার পথটা বাঁকা।। 




Monday, February 5, 2024

কবিতা নতুন ঠিকানা

  কবিতা নতুন ঠিকানা


নতুন ঠিকানা
-শুভ জিত দত্ত 
আমার ভেতরের ক্ষয়ে যাওয়া মানুষটা ,এখন নতুন করে বাঁচতে শেখে।
ঘৃণার প্রাচীর আজ পাহাড় সমতুল্য , সেখানে আজ প্রতিনিয়ত নতুন তৃণ গাজায়।
যেই আঘাতে আমাকে জর্জরিত করেছিলে , সেই আঘাত আমাকে বাঁচতে শেখায়।
যে কষ্টগুলো আমাকে খুব সযত্নে উপহার দিয়েছিলে, তারাই আমাকে নতুন পথ দেখায়।
আমি এখন ঘুরে দাঁড়াতে শিখেছি , নির্ভরতার গ্লানি আমি কাটিয়ে উঠেছি।
আমাকে আর এতটা সহজে আঘাত দেওয়া যায় না, এখন আমি তাই দিব্যি সুখের পেছনে দৌড়ায়।
সুখকে আলিঙ্গন করে আমি, নিজের নতুন জগৎ তৈরি করতে শিখেছি।
আমি এতটা সহজে ভেঙে পরি না ,বার বার চোখের জল ফেলতে যাই না।
একটা ভালো মানুষের সন্ধান এখনো করে যায়, যে হয়তো তোমার মত কষ্ট দিয়ে ছেড়ে যাবে না।




Sunday, January 28, 2024

কবিতা মানুষের পরিচয়

 মানুষের পরিচয়

-শুভ জিত দত্ত 


একদিন পৃথিবীতে জাত থাকবে না

মানুষ হবে শুধু মানুষের

গায়ের রঙের আলাদা করে

রাখবে না কেউ কাউকে


বর্ণ দিয়ে বিভেদ সৃষ্টি এই সমাজে

কুসংস্কার হয়ে থাকবে

মানুষের পরিচয় তখন থেকে

বিশ্ব ভুবনে নতুন করে জানবে


ধনী গরিবের বলতে তখন

শব্দ গুলোই থাকবে

একই সূত্রে গাঁথা হবে

সব মানুষের পরিচয়


একই রক্তের মানুষ যখন

কিসের এতো মতের ভেদ

এখন থেকে মানুষ হবে

জাতি , বর্ণের উর্দ্ধে।।





Monday, January 22, 2024

ছোট গল্প রহস্য ঘেরা বুড়ির ঘর

 রহস্য ঘেরা বুড়ির ঘর

-শুভ জিত দত্ত 


আমাদের গ্রামের ঠিক দক্ষিণ দিকে এক মস্ত কুড়ে ঘর ছিল, সেখানে এক বুড়ির বাস।কি ভয়ংকর চেহারা শুনেছি মানুষের মুখে ,তাই ভয়ে ওই মুখো হতো না কেউ।স্কুল থেকে ফেরার পথে দেখতাম,আর মনের মধ্যে নানা রহস্য উঁকি দিতো। তবু ভয়ে যাওয়া হয়ে ওঠে নি কখনো। শুধু দূর থেকে কুড়ে ঘর দেখেছি বুড়িকে কখন দেখি নি। সেদিন শুক্রবার ছিল আমরা চার জন বন্ধু এর মধ্যে আবার একজন বেশ ভীতু ছিল। আমাদের দেখার ইচ্ছা এবার পূরণ করতেই হবে ,খেলার নাম করে সেদিন বের হওয়া বাড়ি থেকে খুব সকালে।যখন কুড়ে ঘরটির খুব কাছে চলে এলাম,সব থেকে সাহসী আমার বুকে ধুকপুক আরো বেড়ে গেল।আস্তে আস্তে জানলার দিকে এগোতে চোখে পড়লো এক আশ্চর্য হাড়ি, বুড়ি ওই হাঁড়িতে যাই চাচ্ছিল সেই খাবার মুহূর্তের মধ্যেই হাজির হয়ে যাচ্ছিল। কত রকমের খাবার মন্ডা মিঠাই পোলাও কোরমা কোন কিছুর অভাব নেই। আমাদের মধ্যে রাজু বেশ পেটুক ছিল, ও আমাকে ফিসফিস করে বলে উঠলো আহারে কি মজার মজার খাবার যদি খেতে পারতাম। তখন আমি কোনমতেই রাজুকে সামলিয়ে রাখি । বুড়ি যখন হঠাৎ বাগানের দিকে এগোচ্ছিল আমরা তখন আমরা চুপিসারে খাবার খাওয়ার উদ্দেশ্যে তার ঘরের দিকে ঢুকতেই এক জাদুকরী জাল আমাদের সবাইকে আটকে ফেলল , অনেক ক্ষণ পর বুড়ি এলো অবশেষে, আমাদের তো প্রাণ যায় যায় অবস্থা তারপর বলে উঠল তোরা কে রে বাবা ,কোথায় থাকিস ভয় পাস না আমাকে ।আমি তোদের কাউকে কিছুই বলবো না ।কতদিন ধরে এভাবে আছি একা একা আছি কেউ আসে না আমার কাছে ।তোরা কি খাবি বল তোদের সব কিছু খাওয়াবো আজ অবশেষে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের বাইনা অনুযায়ী ,সে সব রকম খাবার মুহূর্তের মধ্যে হাজির করে ফেলল। সেদিন আমরা পেট পুরে খেলাম বুড়ি বলল আমাকে আর কখনো ভয় পাবি না তোরা ,আমি কি কারো ক্ষতি করেছি কখনো তবে ভয় পাস কেন। এখন থেকে ছুটির দিনে মাঝে মাঝে আসবি আর এমন মজার মজার খাবার খেয়ে যাবি আমার কাছ থেকে মনে থাকে যেন। সেদিনকার মত বিদায় নিলাম আর মনের মধ্যে থাকা ভয় অবশেষে দূর হলো। এরপর থেকে মাঝে মাঝে যেতাম আর ইচ্ছা মত খাবার খেতাম জাদুর বুড়ির কাছ থেকে।।







Sunday, January 21, 2024

কবিতা হঠাৎ ফিরে আসা

হঠাৎ ফিরে আসা

-শুভ জিত দত্ত


তুমি যখন শেষ বার ফিরে এসেছিলে

সব অধ্যায় এর পরিসমাপ্তি ঘটেছে

সম্পর্কের বেড়াজাল গুটিয়ে এসেছে

হারিয়ে গেছে আগ্রহের বাতাবরণ


এখন শুধু তোমার কষ্টের মুহূর্তের মাঝে

আমার কাছে সান্তনা খুঁজতে থাকা তুমি

অথৈ জলে নিজেকে হারিয়ে ফেললে

তখন অনেক টা সময় গড়িয়ে গেছে


এখন সান্তনার বুলি আওড়ানো ছাড়া

আমার কাছে তোমাকে দেওয়ার

আছে কি ,এখন একটা মানুষ আমাকে 

আশ্রয় করে দিব্যি আছে ভালো।


এখন কোনো উটকো ঝামেলায় নিজেকে

জড়িয়ে ফেলতে পারি না কেন যেন

একটা সময় ছিল যখন তোমার সমস্যা

নিজেকে বেশি অস্থির লাগতো।


এখন তোমার কষ্টগুলো কোনো মতে

আমাকে ছুঁয়ে যায় না এক বিন্দুও

সুযোগ হলে তবেই তোমার বিপদে

আমাকে তখন তুমি পাশে পাবে।।






Tuesday, January 16, 2024

কল্পনার দুয়ার

 কল্পনার দুয়ার 

-শুভ জিত দত্ত 


তুমি কখনো স্বপ্ন বুনেছো ঘুমের ঘোরে

নাকি সে শুধু আমার ভাবনা

রাত জাগা পাখি হয়ে কখন তুমি কি

নির্ঘুম রাত যাপন করেছো 

না এসব আমার বৃথা কল্পনা তোমাকে

ঘিরে।


তোমার কল্পনার জাল বিস্তারে আমাকে

কি কখনো ঠাঁই দিয়েছো

না আমি বরং বৃথা চেষ্টায় লিপ্ত ছিলাম

যদি ঠাঁই পাওয়ার সুযোগ হয়।


তুমি কি আমাকে নিয়ে স্বপ্নের রাজ্যে

পারি জামাও মনের খেয়ালে

রঙিন আকাশে স্বপ্নের সাথে খেলা করো

আমাকে নিয়ে সময়ে অসময়ে।


আমার আসার পথের ধারে ফুল বিছিয়ে

এখনো কি অপেক্ষায় থাকো

রাত জেগে দোয়ারে দাঁড়িয়ে এখনো কি

আমার আসার প্রহর গোনো।


এগুলো কি শুধুই আমার কল্পনায় 

তোমাকে নিয়ে মিছে ভাবনা।

তবুও তুমি যেন আমার পুরোটা জুড়ে

তোমার অবাধ বিচরণ ভূমি।






Thursday, January 11, 2024

কবিতা অন্ধ অনুকরণ

 অন্ধ অনুকরণ

-শুভ জিত দত্ত 

ঘটনা ঘটেছে আসলে সত্যি কোনটা

যাচাই কিন্ত করি না

সবাই যখন বলছে হয়তো সত্যি এটা

কারণ আমরা খুঁজি না

বিনা দোষে মার যে খেলো সে দোষী

যাচাই আমরা করি না

আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে

বিচার আমরা করি না 

এত বছর মামলা চলে শাস্তি কি পাবে

তার আশায় থাকি না

সবাই মারছে দোষী বলে, কিল ঘুষি

আমিও একটা মারি না

অমুক করছে তমুক করছে তবে

আমি দেখি হয় কিনা না 

দেখাদেখি এসব করে একটা শব্দ

নিজের কিছু থাকে না

অনুকরণ এর রাজ্যে এসেছি তবে

হাসির পাত্র কি হবো না

মিথ্যা অনুসরণ বাদ দিয়ে এবারে

নিজের মতো করি না ।।







কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...