মৃদু কল্পনা
-শুভজিত দত্ত
তোমার শত ব্যস্ততার মাঝেও
আমাকে কি মনে পড়ে,
নাকি কাজের মাঝে ডুবে থেকে
নিজেকে হারিয়ে ফেলো।
প্রতিটা মুহূর্তে তোমার ভাবনা
মেঘের মতো এসে জড়ো হয়,
পাখির মতো উড়ে বেড়ায়
তোমার ভাবনার মাঝে।
আমার রাতের ঘুম আসেও
যখন হঠাৎ কল্পনার মাঝে,
তোমার মৃদু হাতের স্পর্শ
চুলের ফাঁকে প্রবেশ করে ।
আমার দিনের কাজ কেড়েছে
ভাসে ভাসা কল্পনা গুলো,
যতটা ভাবি আড়াল করবো
ততটা তুমি পেয়ে বসো।।
No comments:
Post a Comment