ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, September 25, 2023

পুজোর কবিতা

 বিসর্জনে বিদায়

-শুভ জিত দত্ত 

মনের কোনে দোলা দিয়ে

লাগলো খুশির হাওয়া,

মায়ের আসার সময় হলো

প্যান্ডেলে ছুটে যাওয়া। 


দেখতে দেখতে কখন যে 

সময় ফুরিয়ে এলো,

পূজো এলেই সুখের ভিড়ে

দুঃখ বিদায় নিলো।


সন্ধ্যা থেকে শুরু হয়ে

রাত অবধি চলে,

খাওয়া দাওয়া ইচ্ছে মতো

চলছে শপিং মলে।


পাঁচটা দিনের শেষ লগ্নে

তোমার বিদায় বেলা

দশমীতে ঘট বিসর্জনের মাঝে

ফুরিয়ে এলো মেলা।।



No comments:

Post a Comment