সিক্ত নীলাম্বরী
-শুভ জিত দত্ত
তুমি প্রকৃতির মাঝে নিত্য নতুন ঘর বাঁধো
আমি তার মাঝে প্রতিনিয়ত স্বপ্ন বুনি
কখনো নিভৃত আকাশ নীলাভ মেঘের দলে
আবার কখনো গাঙ শালিকের মাঝে
মেঘলা দিনে রৌদ্রের ছায়ার আসা যাওয়া
এই খেলাতে নতুন প্রাণের উচ্ছ্বাসে
আলিঙ্গন করে নেওয়ার অপেক্ষার প্রহর
কাটিয়ে ফিরে আসা প্রাণের মানুষ
উচ্ছলতা মনের দোয়ারে দক্ষিণা বাতাসে
কোকিলের সুর ভেসে আসে কানে
নদীর স্রোতের বিপরীতে ভেসে আসা নৌকা
মাঝির কন্ঠে গেয়ে ওঠা প্রাণের গান
আমাদের সংসার সেজে উঠেছিল কোন এক
বসন্তের বাহারি রঙের রূপের স্পন্দনে
সেদিন আমরাও সাড়া মেলে ডুব দিয়েছিলাম
একরাশ ফুটন্ত জবা আর কামিনীর দলে
দুজনের শত বসন্ত কেটে যাওয়ার পর আজ
নতুন সিদ্ধান্তের দোয়ারে দাঁড়িয়ে আছি
আমরা এখন পরিস্ফুটিত সিক্ত নীলাম্বরী হয়ে
প্রকৃতির মাঝে ক্রমা
গত শোভা মেলে যায়।।
No comments:
Post a Comment