- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
অন্ধ অনুকরণ
ঘটনা ঘটেছে আসলে সত্যি কোনটা
যাচাই কিন্ত করি না
সবাই যখন বলছে হয়তো সত্যি এটা
কারণ আমরা খুঁজি না
বিনা দোষে মার যে খেলো সে দোষী
যাচাই আমরা করি না
আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে
বিচার আমরা করি না
এত বছর মামলা চলে শাস্তি কি পাবে
তার আশায় থাকি না
সবাই মারছে দোষী বলে, কিল ঘুষি
আমিও একটা মারি না
অমুক করছে তমুক করছে তবে
আমি দেখি হয় কিনা না
দেখাদেখি এসব করে একটা শব্দ
নিজের কিছু থাকে না
অনুকরণ এর রাজ্যে এসেছি তবে
হাসির পাত্র কি হবো না
মিথ্যা অনুসরণ বাদ দিয়ে এবারে
নিজের মতো করি না ।।
Comments
Post a Comment