ফটোগ্রাফি
Thursday, March 23, 2023
Sunday, March 19, 2023
Thursday, March 16, 2023
প্রাণের বিনিময় -শুভ জিত দত্ত শুন্য হাতে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমি দেওয়ার মতো নেই যে কিছু তোমার কাছে আমার
প্রাণের বিনিময়
-শুভ জিত দত্ত
শুন্য হাতে দাঁড়িয়ে আছি
তোমার জন্য আমি
দেওয়ার মতো নেই যে কিছু
তোমার কাছে আমার
তোমার রূপের কাছে
অর্থ যেন মূল্যহীন
প্রাণের বিনিময়ে তোমার
মনে আমরা ঠাঁই হবে
জীবন ছাড়া দেওয়ার মতো
নেই কিছু আর বাকি
তোমার জন্য সব দিয়েছি
শুধু জীবন ছাড়া
চাইলে তুমি সেটুকু নিয়ে
আমাকে জায়গা দিও
তোমার মাঝে বাঁচার সুযোগ
পেলেই আমি খুশি।।
অর্থহীন সোশ্যাল মিডিয়া -শুভ জিত দত্ত
অর্থহীন সোশ্যাল মিডিয়া
-শুভ জিত দত্ত
মনের আজ বড় একটা
ক্ষত সৃষ্টি হয়েছে
তুমি হয়তো চোখে দেখতে
পারবে না
তোমাকে না দেখার কষ্ট গুলো
আজ পাহাড় সমান
কথা হয় না অনেক দিন
মনে আছে আমাকে
সেই যে কত কথা হতো
সারাদিনের চ্যাটে
হাই হ্যালো দিয়ে শুরু হতো
দিন পার হয়ে যেত
তবু মনের খোরাক মেটে নি
আবার কবে আসবে
দেখবো তোমাকে অনলাইনে
আসি ফিরে যায়
তোমাকে ছাড়া সোশ্যাল মিডিয়া
সম্পূর্ণ অর্থহীন
বার বার স্ক্রল করতে করতে
হঠাৎ ঘুমিয়ে যাওয়া
Sunday, March 12, 2023
কবিতা
রক্তের দাগ
-শুভ জিত দত্ত
ভুলিনি সেই রাতের কথা
বুলেটের আওয়াজ
দিকে দিকে জলপাই রঙের
গাড়ির আসা যাওয়া
খুঁজে খুঁজে তাজা প্রাণ
কেড়ে নেওয়ার উৎসব
ঘুম কেড়ে নেওয়া রাতে
স্বজন হারার হাহাকার
আতংকে আর ভয়ের মাঝেই
ভোর ঘনিয়ে এলো
এখনো ভেসে আসে সেই
রাতের দুঃসহ স্মৃতি
মুক্তিকামী মানুষ গুলো
লাশ হয়ে ঘরে ফেরে
স্বাধীন করো মুক্ত করো
সেদিনের সেই দাবি
চেয়ে দেখি তাদের রক্তের
দাগ বুকে নিয়ে আজ
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ
জ্বলজ্বল করে ওঠে।।
Wednesday, March 1, 2023
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
উৎসাহ সৃষ্টির অনুপ্রেরণায় এই স্লোগান সামনে নিয়ে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।কোনো লেখা যেন হারিয়ে না যায় প্রকাশের অভাবে।নতুন লেখক দের উৎসাহ প্রদান একমাত্র লক্ষ্য।এই আয়োজনে আপনিও যুক্ত হোন। প্রতি বৃহস্পতিবার ।আপনিও লেখা পাঠাতে পারেন ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়।
লেখা পাঠানোর ঠিকানা : Shuvojitdutta12@gmail.com