ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, August 24, 2022

কবিতা তুমি চাইলে

 তুমি চাইলে

-শুভ জিত দত্ত

বৃষ্টি ভেজা সকাল বর্ণিল হতো

যদি তুমি চাইতে

মেঘ গুলো ভেসে বেড়াতো

তোমার চোখের ইশারায়


তুমি চাইলে রংধনু প্রলেপ 

নিমিষেই ছেয়ে যেতো

শোভা পেতো আকাশ জুড়ে

রঙিন তুলির ছোঁয়া


সাতটি রং এর মেঘেরা এসে

অবলীলায় ভীর জমায়

চির চেনা ছবিটি যেন মনে হয়

শিল্পীর তুলিতে আঁকা


হঠাৎ কখন তুমি দেখবে চেয়ে

অবাক হয়ে রইবে

তোমার জন্য আকাশ কেমন

সেজেছে রঙিন হয়ে


তোমার কে ঘিরে তাদের কত

আয়োজনের শেষ নেই

পূর্ণতা পাক তাদের ইচ্ছা

তোমার পদচারণায়।।







পূজোর কবিতা

 পূজোর ক্ষণ

শুভ জিত দত্ত


আসছে পূজা বছর ঘুরে

মন বসে না কাজে,

নিজেকে তাই মেলে ধরা 

নতুন কোনো সাজে।


ব্যস্ত থাকা এই কটা দিন

পূজোর অনেক কাজে,

ঐ শোনা যায় ও দিক হতে

ঢাকের বাদ্যি বাজে।


দেখতে দেখতে চলেই এলো

প্রহর গোনার পালা,

দেখেছি সেই মায়ের গালায়

রাঙা জবার মালা।


সময় কখন ফুরিয়ে গেল

বুঝে ওঠার আগেই

এখন আবার নতুন করে

ফিরতে হবে কাজেই।।


Tuesday, August 2, 2022

অপেক্ষার প্রহর


অপেক্ষার প্রহর

-শুভ জিত দত্ত-


আসছে ভেসে খুশির হাওয়া 

মনের মাঝে  লাগলো দোলা

উৎসব মানেই মেতে ওঠা

হলাম না হয় বাঁধন হারা


একটা বছরের অপেক্ষার

প্রহর গুনা শেষ হলেই

নিজেকে যেন মেলে ধরা

অন্য কোন নতুন সাজে


হৈ হুল্লোড়ে কাটবে কদিন

দেখতে দেখতে ফুরিয়ে যাবে

ফিরতে হবে কাজের খোঁজে

কর্ম ব্যস্ত কাটবে আবার


অপেক্ষার পালা হৃদয় মাঝে

বার বার ফিরে আসে

উৎসব তাই মনের খেয়ালে

বছর জুড়েই লেগে থাকে।।

Monday, August 1, 2022

কবিতা

মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।