ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, May 14, 2022

উৎসবের ইদ


 উৎসবের ঈদ

-শুভ জিত দত্ত


ঐ উঠেছে আকাশে চাঁদ

খুশির বার্তা নিয়ে

আনন্দে আজ আত্মহারা

মন বসে না কাজে


নামাজ শেষে মিলব সবাই 

নেই তো ছোট বড়

নিজের খাবার বিলিয়ে দিয়ে

ছড়িয়ে দেবো খুশি


থাকবো মেতে এই কটা দিন

নেই তো শাসন বারণ 

উৎসবের এই আমেজ টুকু

থাকুক বছর জুড়ে


এদিক ওদিক ঘোরাঘুরি

ইচ্ছে মতো খাওয়া

আনন্দের আজ কমতি কিসের

লাগলো হাওয়া ঈদের।।





আমার মুক্তি


 আমার মুক্তি

-শুভ জিত দত্ত


অবাক হয়ে চেয়ে দেখি

আর নিজেকে হারিয়ে ফেলি 

আমার মাঝে আমি কে আর

নাই বা খুঁজে পেলাম


তোমাকে দেখবো বলে শুধু

অপেক্ষার প্রহর গোনা

গুণতে গুণতে সময় গুলো

যাচ্ছে দিব্যি কেটে


তোমাকে দেখার নেশা যেন

আমাকে করেছে গ্রাস

পাগলমী আর উদাসীনতা 

এখন আমার অসুখ


যা ইচ্ছে ভাবতেই পারো 

আমাকে নিয়ে তুমি

শুধু একটু তোমাকে দেখার

সুযোগটি করে দিও


চাইবোনা আমি বেশি কিছু

বলবো না ভালোবাসি

তোমার দেখার সুযোগ পেলে

তাতেই আমার মুক্তি।।






প্রিয় তুমি


 প্রিয় তুমি

-শুভ জিত দত্ত

তোমার রূপে বাঁধা পড়ি

তাই বার বার চেয়ে থাকি

তোমার নামের মাঝে

নিজেকে জড়িয়ে ফেলি


খুব মিষ্টি স্বভাবের তুমি

মন যেন কেড়ে নাও

হারিয়ে যেতে হবে ঐ রূপে

কি আছে জাদু


শুধু বলতে পারি একটি

কথায় তুমি সেরা সবার 

তোমার সাথে কথা‌ বলতে

অপেক্ষার প্রহর গোনা


অপলক দৃষ্টিতে চেয়ে থাকা

তবু মন কেনো ভরে না

শুধু তোমার দেখবে বলে

দিন আর বছর চলে যায়।।


 

Tuesday, May 3, 2022



শরৎ প্রকৃতি

-শুভ জিত দত্ত


আকাশ জুড়ে সাদা মেঘে

মিলন মেলা বসে

কাশের বনে দোলা লাগে

মিষ্টি একটা রসে


মেঘের দলে সারি বেঁধে

উড়িয়ে নিয়ে আসে

মাঠের ধারে দিগন্ত জোড়া

দোলা লাগে কাশে


ঘাষের মাঝে শিশির বিন্দু

একটু করে জমে

শীতল হাওয়া বইতে থাকে

উষ্ণতা একটু কমে


এমন একটা রূপের ছটায়

ভুবন হঠাৎ সাজে 

কেমন একটা রঙিন হওয়া

লাগে মনের মাঝে।।