ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, April 23, 2022

 



সঙ্গী যখন পাখি

-শুভ জিত দত্ত পাখির দলে যুক্ত হলো পাশের বাড়ির রুমু, খেলার সাথী বলতে ওরা সঙ্গে থাকে মুমু। ওদের সাথে মিশে গিয়ে তালে তালে নাচা, সঙ্গী এখন ওরা সবাই তাদের সাথে বাঁচা। পড়া শুনা চুলোয় গেলো পাখির সাথে মাতা, সময় পেলে ওদের সাথে পাড়বো মিষ্টি আতা। খাবো সবাই মজা করে সাথে মিষ্টি আলু, খাবার সময় ছুটে আসে পোষা কুকুর কালু।

Wednesday, April 13, 2022

বৈশাখের জৌলুস

 বৈশাখের জৌলুস

-শুভ জিত দত্ত


চৈত্রের শেষে উৎসব মাঝে

নতুন বছর আসে ,

শোভা যাত্রা লাঠি খেলা

দেখি বৈশাখ মাসে।


নাগর দোলা ঢাকের বাদ্য

উৎসব লেগেই আছে,

বিশাল একটা মেলা বসে

বাড়ির একটু কাছে।


মন্ডা মিঠাই খাওয়ার তালে

সবাই মিলে মাতে,

বৃদ্ধ শিশু দাদু দিদু

অংশ নেবে তাতে।


জারি গানে সারি গানে

আসর থাকে জমে,

অনেক বছর হলো তবু

জৌলুস যায় নি কমে।।







Tuesday, April 12, 2022

কবিতা মন খারাপ

 মন খারাপ

-শুভ জিত দত্ত


মনের হঠাৎ রোগ হয়েছে

লাগে না কিছু ভালো

কোন কাজে মন বসে না

কি জানি কি হলো


কদিন আগেও ছিলাম ভালো

হঠাৎ উদ্ভব মন খারাপের

হাজারো কষ্ট মাথায় নিয়ে

দিন কি যায় ভালো



এতো কষ্টের মাঝেও আমি

কি করে থাকি ভালো

ধীরে ধীরে চেহারা যেন

হচ্ছে আমার কালো


উঠতে বসতে কষ্ট যেন

আমার শুধু ‌কাঁদায়

এতো কিছুর পরেও আমি

থাকি হাশি খুশি।।




Wednesday, April 6, 2022

বৈশাখের কবিতা


 বৈশাখ এলেই
শুভ জিত দত্ত


উৎসবের জোয়ার খুশির বারতা 

আসছে আবার বৈশাখ ,

মেলায় পসরা সাজিয়ে নিয়ে

আনন্দে মেতে ওঠা ।


পালা পার্বণ জৈষ্ঠ্য শেষে

বৈশাখের হাতছানি,

মণ্ডা মিঠাই হাঁড়ি পাতিল

কেনা কাটার ধুম।


নতুন সাজে গুছিয়ে নিয়ে

উৎসবে সামিল হওয়া,

মান অভিমানের গল্প গুলো

এবার ইতি টানা।


বাঙালির ভাঁজে ভাঁজে

বৈশাখ আছে মিশে,

উৎসবের গন্ধ পেলেই 

দৌড়ে ছুটে যাওয়া।।