সঙ্গী যখন পাখি
-শুভ জিত দত্ত পাখির দলে যুক্ত হলো পাশের বাড়ির রুমু, খেলার সাথী বলতে ওরা সঙ্গে থাকে মুমু। ওদের সাথে মিশে গিয়ে তালে তালে নাচা, সঙ্গী এখন ওরা সবাই তাদের সাথে বাঁচা। পড়া শুনা চুলোয় গেলো পাখির সাথে মাতা, সময় পেলে ওদের সাথে পাড়বো মিষ্টি আতা। খাবো সবাই মজা করে সাথে মিষ্টি আলু, খাবার সময় ছুটে আসে পোষা কুকুর কালু।