ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, July 6, 2021

 

বেঁচে থাক সম্পর্ক

-শুভ জিত দত্ত


বহু দূর থেকে খুঁজে নেব

তবু কাছে যাবো না

জানো তো কাছাকাছি হলে নাকি

কতো মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়


তাই দূর থেকে দেখে যাবো

বলবো না ভালো লাগে

তবু বেঁচে থাক আড়ালে থাকা

মধুর সম্পর্ক গুলো


আমার ভালো লাগা হয়ে 

থেকে যেও তুমি

শুধু মনের ভুলে দূর থেকে দেখবো

কখন যাবনা তোমার কাছে


যদি কথা বলাতেই সৃষ্টি হয়

যতো ভুলবোঝাবুঝি

তাহলে থাক না কথা বলা সামনাসামনি বলবো না

মনে মনে বলবো শুধু তোমার সাথে কথা।।

Sunday, July 4, 2021

 বৃষ্টির গান

-শুভ জিত দত্ত



বৃষ্টিরা অঝোর ধারায় ঝরছে ক্রমাগত

ভিজিয়ে দিয়ে মনের কষ্ট যত

বিদায় দিয়ে হাজারো দুঃখ

নতুন ছন্দে বাঁচাতে শেখা


প্রকৃতি তাই তাল মিলিয়ে

গাইছে নতুন সুরে

বাঁধছে ওরা নতুন গান

বৃষ্টির সুরে নতুন কোনো তালে


মেঘের মন খুলে ঝরছে অবিরাম

ধারার মত যখন তখন

থই থই জল কাঁদায়

উচ্ছাসে মন তাই নেচে ওঠে


বৃষ্টি তাই শিখিয়ে গেল নতুন সুরে

নতুনের সাথে বাঁচাতে শেখা

মন তাই খুশির জোয়ার

গাইছে আজ বৃষ্টির গান।।


 ভোটের অভিজ্ঞতা

-শুভ জিত দত্ত



আমার দাদু পেশায় ছিলেন

উকিল লোয়ার কোটে

ইচ্ছা ছিলো এবার তিনি

লড়বে পৌর ভোটে


টাকা কড়ি খরচ করে

শেষে গেলেন হেরে 

এখন তিনি ছাগল পোষেন

আস্ত একটা ধেরে   


এবার তবে দাদু ঠিকই 

মানুষ হলো বটে

ভুলেও তিনি যাবেন না আর

ভোটের মাঠের তটে


সবই খোয়া যাওয়া পরে

বুঝলেন তিনি কিছু

মানুষ গুলো শুধু খালি 

ছোট টাকার পিছু।।