ছুটি অবশেষে পেলাম
-শুভ জিত দত্ত
এইতো সেদিন কার কথা হয়তো একটা মাসও কাটে নি । তোমাকে দেখলাম কতো হাসি খুশি শুধু হলো না কথা।এই তোমার সাথে কত কথা হয়েছে হাঁটতে হাঁটতে পথের ধারে।কত সময় হারিয়ে গিয়েছে তোমার মাঝে।সে কথা গুলো হয়তো কখনো ভুলে থাকা সম্ভব না। শেষ বার যখন বিদায় দিয়ে ফিরে যেতে হলো কর্মস্থলে তখনো ভাবি নি তুমি আমার উপর এতো অভিমান করে আছো ।
কাজের ফাঁকে ফাঁকে শুধু তোমার কথাই শুধু মাথাই ঘুরতো।তাই হয়তো সময়ে অসময়ে ফোন দিয়ে তোমাকে জ্বালাতাম ।এক বিন্দুও স্থির থাকতে পারি নি সেখানে, কবে বাড়ি গিয়ে তোমাকে দেখব সেই আশায় দিন পার করেছি।তবে অবশেষে ছুটি পাওয়ার খবরে মনটা নেচে উঠল ।কতো চেষ্টা করেছি ছুটি নেওয়ার জন্য তবু অফিসের বস হাজারো মিথ্যে কথা বুঝিয়ে আমার ছুটি বাতিল করতো। মাঝে মাঝে ভাবতাম কাজটা ছেড়ে দিয়ে তোমার কাছে গিয়েই থাকবো আর ফিরে যাবো না ।হঠাৎ তখনই ফোন পেলাম ছোট ভাইয়ের ভাইয়া ভাবি খুব অসুস্থ । অনেক টা সাহস সঞ্চয় করে ছুটে গেলাম কিন্তু ভাবি নি তোমাকে এভাবে দেখতে হবে।তোমাকে তো আমি দেখতে চাই নি তুমি যেমন কথার তুবড়ি ছোটাও আজ তবে কেন নিশ্চুপ ।হাসি মাখা মুখে তুমি কেন কথা হীন।এতো তো সময় নিয়ে কতো কথা বলতে তোমার ভেতরের কষ্টের কথা তো কখনো আমাকে বলো নি।এই ভাবে না বলে আমাকে ছেড়ে চলে যেতে হলো।কি দোষ করেছি ? হয়তো ছুটি দিতে বস বড্ড নারাজ ছিল তবুও আমি তো অনেক কষ্টে ছুটির ব্যবস্থা করেছি ।তাই বলে এভাবে চলে যেতে হবে, কেন করলে আমাকেও সাথে নিতে, তবে ওপারে ভালো থেকো প্রিয় ,জানো আমি কাজটি ছেড়ে দিয়েই আজীবন এর মতো তোমার কাছে ছুটে এসেছিলাম ।আর যাব না তবে তুমি তো আর রইলে না। তোমাকে ছেড়ে কি থাকতে পারি বলো ওই দূরের দেশে।আমি কাউকে না জানিয়ে ঠিকই একদিন তোমার কাছে ছুটে আসব।।