ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, September 25, 2018

উৎসবের আমেজে
.......শুভ জিত দত্ত.....
আকাশ ভাসে খুশির ভেলায়
শরৎ এলো বোধায়
নানা রং সেজে ওঠে
উৎসবের আনন্দে
নিত্য নতুন পসরা নিয়ে
মেলায় দোকান বসে
নানা লোকের সমাগমে
মেলা জমে ওঠে
নানা বায়নায় মুখরহয়
কচিকাঁচাদের আবদারে
বারোয়ারীর প্রাঙ্গনে তাই
উৎসবের মাতামতি
ছটা দিনেই সব শেষ
তবু মন মানে না
চোখের জলে বিদায় দিয়ে
নতুনের প্রস্তুতি
বাঙালী আনায় এযেন এক
মহা মিলন মেলা
কোন কিছুর কমতি হলে
মেজাজ চড়ে ওঠে
সব মিলিয়ে ভালোই কাটুক
সবার দূর্গা পূজো

No comments:

Post a Comment