মেঘের ভেলা
..........শুভজিত দত
শরৎ এলেই আকাশ বুঝি
শুভ্র মেঘে ঢাকে
সৃগ্ধতার পরশ নিয়ে
সে সেজে ওঠে
লীল আকাশের চারিকোণে
সাদা মেঘ ভেসে ওঠে
রুপের ছটা ছড়িয়ে নিয়ে
সে চেয়ে থাকে
মুগ্ধ সেরা সে যে
স্ব মহিমায় উদ্ভাসিত
আলোক রশ্মি নিয়ে
সে বেজায় মেতে থাকে
খেলার ছলে আপন
রুপে বিমোহিত করে
ছুটে চলে মেঘের ভেলায়
অজানায় ভেসে থাকে
সুখ যে তার চিরসাথী
দুঃখের নেই ঠাই
ভাঙা গড়ার এই খেলার মাঝে
তারা নয়কো সামিল
..........শুভজিত দত
শরৎ এলেই আকাশ বুঝি
শুভ্র মেঘে ঢাকে
সৃগ্ধতার পরশ নিয়ে
সে সেজে ওঠে
লীল আকাশের চারিকোণে
সাদা মেঘ ভেসে ওঠে
রুপের ছটা ছড়িয়ে নিয়ে
সে চেয়ে থাকে
মুগ্ধ সেরা সে যে
স্ব মহিমায় উদ্ভাসিত
আলোক রশ্মি নিয়ে
সে বেজায় মেতে থাকে
খেলার ছলে আপন
রুপে বিমোহিত করে
ছুটে চলে মেঘের ভেলায়
অজানায় ভেসে থাকে
সুখ যে তার চিরসাথী
দুঃখের নেই ঠাই
ভাঙা গড়ার এই খেলার মাঝে
তারা নয়কো সামিল
No comments:
Post a Comment