ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, October 1, 2018


বড্ডজেদী
.....শুভ জিত দত্ত....
সন্তু বাবু জেদ ধরেছে
যাবে পূজোর মেলায়
কিনবে অনেক খেলনাপাতি
চড়বে নাগোর দোলায়
মাটির পতুল মাটির হাড়ি
কিনবে প্যাকেট ভরে
খাবে অনেক মন্ডা মিঠাই
করবে অনেক মজা
কিনবে অনেক নতুন জামা
দেখবে অনেক পূজো
করবে অনেক মতামতি
নতুন গানের তালে
বাবা মার সাথে সাথে
ঘুরছে সন্তু মশাই
ঢাক কাসরের বাদ্য
তার বড্ড মুগ্ধ করে
দেখতে দেখতে ক্লান্তি
তার বড্ড চেপে ধরে
ঘোড়াঘুড়ি শেষে সন্তু
আসে বাড়ি ফিরে
নতুন অভিঙ্গতা তার
বড্ড ভাল লাগে

No comments:

Post a Comment