প্রাণের ভাষা
..........শুভ জিত দত্ত
বিশ্ব একটি মাত্র ভাষা
যার জন্য নিষ্পাপ প্রাণ
ঝড়ে গেল অকালে
বিশ্বদরবারে শত ভাষার মাঝে
স্থান করেছে বাংলা নামে
তার অপূর্ব বর্ণের সমাহার
সমৃদ্ধ করেছে বর্ণমালা
মায়ের মুখে তার
শোভা শত গুন বাড়ে
শত আঘাত শয্য করে
আজও টিকে আছে
এসেছে অনেক পরিবর্তন
মিশেছে অনেক ভাষা তার মাঝে
তবু তার ধার একবিন্দুও কমেনি
হিন্দুয়ানি ভাষা বলে
শুনেছে শত গালি তবু তাতে
তার কি আসে যায়
বাংলা ভাষা সবার মাঝে
থাকুক সেরা হয়ে
হাজার বছর থাকুক টিকে
সব বাঙালীর হৃদয়ে
..........শুভ জিত দত্ত
বিশ্ব একটি মাত্র ভাষা
যার জন্য নিষ্পাপ প্রাণ
ঝড়ে গেল অকালে
বিশ্বদরবারে শত ভাষার মাঝে
স্থান করেছে বাংলা নামে
তার অপূর্ব বর্ণের সমাহার
সমৃদ্ধ করেছে বর্ণমালা
মায়ের মুখে তার
শোভা শত গুন বাড়ে
শত আঘাত শয্য করে
আজও টিকে আছে
এসেছে অনেক পরিবর্তন
মিশেছে অনেক ভাষা তার মাঝে
তবু তার ধার একবিন্দুও কমেনি
হিন্দুয়ানি ভাষা বলে
শুনেছে শত গালি তবু তাতে
তার কি আসে যায়
বাংলা ভাষা সবার মাঝে
থাকুক সেরা হয়ে
হাজার বছর থাকুক টিকে
সব বাঙালীর হৃদয়ে