ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, March 18, 2024

কবিতা সাহসের হাতিয়ার

 সাহসের হাতিয়ার

-শুভ জিত দত্ত 


দিন শেষে কত টুকু খোঁজ নিতে পেরেছি,

সারাদিনের ব্যস্ততার ভেঙে ফেলে।

থাকুক শত কাজের বোঝা মাথার উপর,

শুধু বিস্মৃতি আসার সুযোগ না পাক।


আমার হাজারো সৃজনশীলতা আজ,

তোমাকে ঘিরে তৈরি হয়।

একদিন এক বিশাল গ্যালারি তৈরি করে ,

তোমাকে উপহার হিসেবে দেব।


তোমার সামান্য চাওয়া টুকু আমার কাছে, 

সেদিন নেহাত তুচ্ছ মনে হবে।

তার থেকে বড় কিছু তৈরি করে রেখেছি ,

একদিন সময় করে বুঝিয়ে দেবো।


আজকের আমি সেদিন হারিয়ে যেতাম,

হতাশা সেদিন পালিয়ে গিয়েছিল।

একটা মানুষ আমাকে ঘিরে সাহস এর,

জাল বিস্তার করে ঘিরে রেখেছিল।


আজ তাই আমি ডুবে যায় নি তার কারণ 

সেদিন নৌকার হাল ধরেছিলে‌ তুমি।

হাজারো ঝড়, স্রোত, জোয়ার ভাটার পরেও 

নৌকা একটি বারও দিকভ্রান্ত হয়নি।






Friday, March 8, 2024

 সমৃদ্ধ ঐতিয্য

-শুভ জিত দত্ত 


ঐতিয্য রীতি নীতি মিশে আছে আবহমান কাল ধরে

চাইলে কি অস্বীকার কিংবা ভুলে থাকা যায়

যেই লোকাচার সমূহ আমরা পরিবার থেকে নিজের

মধ্যে ধারণ করে নিই ঠিক যেন ভাষার মতো।


ইদানিং বেশি আধুনিকতার ছোঁয়া লাগতে গিয়ে

আমরা বোধহয় ভুলে যায় অতীত স্মৃতি

যা আমরা বংশ পরম্পরায় লালন করে বেড়ায় 

আমাদের অতীত এর গৌরব গাঁথা মালা


আমরা ভুলে যাই একটা সময় আমাদের সমৃদ্ধ

ইতিহাস ছিল যা আমরা জলাঞ্জলি দিই

একটা সময় এসে আফসোস করতে করতে

মৃত্যু কে আলিঙ্গন করে ছেড়ে যাওয়া


ভিনদেশী মানুষ আমাদের কে চেনে তার মূলে

রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য 

তাই মনের ভুলেও এগুলোকে বিসর্জন দেওয়া 

মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া।।

Monday, March 4, 2024

কবিতা সিক্ত নীলাম্বরী

 

সিক্ত নীলাম্বরী

-শুভ জিত দত্ত 

তুমি প্রকৃতির মাঝে নিত্য নতুন ঘর বাঁধো

আমি তার মাঝে প্রতিনিয়ত স্বপ্ন বুনি 

কখনো নিভৃত আকাশ নীলাভ মেঘের দলে

আবার কখনো গাঙ শালিকের মাঝে 


মেঘলা দিনে রৌদ্রের ছায়ার আসা যাওয়া

এই খেলাতে নতুন প্রাণের উচ্ছ্বাসে 

আলিঙ্গন করে নেওয়ার অপেক্ষার প্রহর

কাটিয়ে ফিরে আসা প্রাণের মানুষ


উচ্ছলতা মনের দোয়ারে দক্ষিণা বাতাসে

কোকিলের সুর ভেসে আসে কানে

নদীর স্রোতের বিপরীতে ভেসে আসা নৌকা

মাঝির কন্ঠে গেয়ে ওঠা প্রাণের গান


আমাদের সংসার সেজে উঠেছিল কোন এক

বসন্তের বাহারি রঙের রূপের স্পন্দনে

সেদিন আমরাও সাড়া মেলে ডুব দিয়েছিলাম

একরাশ ফুটন্ত জবা আর কামিনীর দলে


দুজনের শত বসন্ত কেটে যাওয়ার পর আজ 

নতুন সিদ্ধান্তের দোয়ারে দাঁড়িয়ে আছি

আমরা এখন পরিস্ফুটিত সিক্ত নীলাম্বরী হয়ে 

প্রকৃতির মাঝে ক্রমা

গত শোভা মেলে যায়।।