- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
মানুষের পরিচয়
-শুভ জিত দত্ত
একদিন পৃথিবীতে জাত থাকবে না
মানুষ হবে শুধু মানুষের
গায়ের রঙের আলাদা করে
রাখবে না কেউ কাউকে
বর্ণ দিয়ে বিভেদ সৃষ্টি এই সমাজে
কুসংস্কার হয়ে থাকবে
মানুষের পরিচয় তখন থেকে
বিশ্ব ভুবনে নতুন করে জানবে
ধনী গরিবের বলতে তখন
শব্দ গুলোই থাকবে
একই সূত্রে গাঁথা হবে
সব মানুষের পরিচয়
একই রক্তের মানুষ যখন
কিসের এতো মতের ভেদ
এখন থেকে মানুষ হবে
জাতি , বর্ণের উর্দ্ধে।।
Comments
Post a Comment