- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
রহস্য ঘেরা বুড়ির ঘর
-শুভ জিত দত্ত
আমাদের গ্রামের ঠিক দক্ষিণ দিকে এক মস্ত কুড়ে ঘর ছিল, সেখানে এক বুড়ির বাস।কি ভয়ংকর চেহারা শুনেছি মানুষের মুখে ,তাই ভয়ে ওই মুখো হতো না কেউ।স্কুল থেকে ফেরার পথে দেখতাম,আর মনের মধ্যে নানা রহস্য উঁকি দিতো। তবু ভয়ে যাওয়া হয়ে ওঠে নি কখনো। শুধু দূর থেকে কুড়ে ঘর দেখেছি বুড়িকে কখন দেখি নি। সেদিন শুক্রবার ছিল আমরা চার জন বন্ধু এর মধ্যে আবার একজন বেশ ভীতু ছিল। আমাদের দেখার ইচ্ছা এবার পূরণ করতেই হবে ,খেলার নাম করে সেদিন বের হওয়া বাড়ি থেকে খুব সকালে।যখন কুড়ে ঘরটির খুব কাছে চলে এলাম,সব থেকে সাহসী আমার বুকে ধুকপুক আরো বেড়ে গেল।আস্তে আস্তে জানলার দিকে এগোতে চোখে পড়লো এক আশ্চর্য হাড়ি, বুড়ি ওই হাঁড়িতে যাই চাচ্ছিল সেই খাবার মুহূর্তের মধ্যেই হাজির হয়ে যাচ্ছিল। কত রকমের খাবার মন্ডা মিঠাই পোলাও কোরমা কোন কিছুর অভাব নেই। আমাদের মধ্যে রাজু বেশ পেটুক ছিল, ও আমাকে ফিসফিস করে বলে উঠলো আহারে কি মজার মজার খাবার যদি খেতে পারতাম। তখন আমি কোনমতেই রাজুকে সামলিয়ে রাখি । বুড়ি যখন হঠাৎ বাগানের দিকে এগোচ্ছিল আমরা তখন আমরা চুপিসারে খাবার খাওয়ার উদ্দেশ্যে তার ঘরের দিকে ঢুকতেই এক জাদুকরী জাল আমাদের সবাইকে আটকে ফেলল , অনেক ক্ষণ পর বুড়ি এলো অবশেষে, আমাদের তো প্রাণ যায় যায় অবস্থা তারপর বলে উঠল তোরা কে রে বাবা ,কোথায় থাকিস ভয় পাস না আমাকে ।আমি তোদের কাউকে কিছুই বলবো না ।কতদিন ধরে এভাবে আছি একা একা আছি কেউ আসে না আমার কাছে ।তোরা কি খাবি বল তোদের সব কিছু খাওয়াবো আজ অবশেষে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের বাইনা অনুযায়ী ,সে সব রকম খাবার মুহূর্তের মধ্যে হাজির করে ফেলল। সেদিন আমরা পেট পুরে খেলাম বুড়ি বলল আমাকে আর কখনো ভয় পাবি না তোরা ,আমি কি কারো ক্ষতি করেছি কখনো তবে ভয় পাস কেন। এখন থেকে ছুটির দিনে মাঝে মাঝে আসবি আর এমন মজার মজার খাবার খেয়ে যাবি আমার কাছ থেকে মনে থাকে যেন। সেদিনকার মত বিদায় নিলাম আর মনের মধ্যে থাকা ভয় অবশেষে দূর হলো। এরপর থেকে মাঝে মাঝে যেতাম আর ইচ্ছা মত খাবার খেতাম জাদুর বুড়ির কাছ থেকে।।
Comments
Post a Comment