কবিতা
প্রেমের কবিতা যা মনের ভালো তৈরি করে এ অন্য রকম অনুভুতি তৈরি করে । মনের অজান্তেই ভালো লাগা মন্দ লাগা বহিঃপ্রকাশ ঘটে ভালো লাগা দিয়ে। ভালোবাসার কবিতা গুলো ফুটে ওটে তার সাথে চাওয়া পাওয়ার গল্প গুলো।
জন্ম জন্মের বন্ধন
কখনো দেখা হয়নি খুব কাছ থেকে তাকে
তার মুখ দেখেছি কোন এক ভিড়ের মাঝে
একটা বার তার কন্ঠ শুনেছি কোথায় যেন
সেই কন্ঠের প্রতিধ্বনি ভেসে আসে কানে
মুখ যেন তার সমুদ্র ঢেউ এর মতো উত্তাল
ঢেউ এর স্রোতে তাই নিজেকে মেলে ধরে
চোখ যেন আকাশ নীলা সাদা পেজা মেঘ
সেখানে সুযোগ পেলেই তারা ভীর জমায়
আমার কল্পনার দুয়ারে এখন শুধু সেই তার
অবাধ বিচরণ রাত দিনের তফাৎ নেই আর
ঘুম চলে গেছে নিরুদ্দেশে মনের অনুভূতি
গুলো আমার অজান্তে তোমাকে হারায়
এলোমেলো স্বপ্নের মধ্যে তুমি আবছায়া
ভাসা ভাসা চোখে এখনো দেখি তাকে
কোন জন্মের অকৃত্রিম বন্ধন ছিন্ন করে
হঠাৎ দেখাই এতো চেনা লাগে তোমাকে
আবার কবে চলতি পথে দেখা হবে তোমার
ঠিক সেদিনই বলবো আমার আজন্ম লালিত
কথা যা এতদিন লুকায়িত ছিল একজনের
জন্য যে এতো অপেক্ষা সেদিন বুঝবে তুমি।।