ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, September 25, 2023

পুজোর কবিতা

 বিসর্জনে বিদায়

-শুভ জিত দত্ত 

মনের কোনে দোলা দিয়ে

লাগলো খুশির হাওয়া,

মায়ের আসার সময় হলো

প্যান্ডেলে ছুটে যাওয়া। 


দেখতে দেখতে কখন যে 

সময় ফুরিয়ে এলো,

পূজো এলেই সুখের ভিড়ে

দুঃখ বিদায় নিলো।


সন্ধ্যা থেকে শুরু হয়ে

রাত অবধি চলে,

খাওয়া দাওয়া ইচ্ছে মতো

চলছে শপিং মলে।


পাঁচটা দিনের শেষ লগ্নে

তোমার বিদায় বেলা

দশমীতে ঘট বিসর্জনের মাঝে

ফুরিয়ে এলো মেলা।।



Wednesday, September 13, 2023

ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

ত্রিলোচন সাহিত্য ভুবন: সাপ্তাহিক সাহিত্য পত্রিকা:  ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রতি সপ্তাহে ঠিক বৃহস্পতিবার প্রকাশিত হয় ।প্রতি সপ্তাহে এই পত্রিকাকে ঘিরে লেখক পাঠক উভয...

Tuesday, September 12, 2023

কবিতা

মৃদু কল্পনা 

-শুভজিত দত্ত 

তোমার শত ব্যস্ততার মাঝেও

আমাকে কি মনে পড়ে,

নাকি কাজের মাঝে ডুবে থেকে

নিজেকে হারিয়ে ফেলো।


প্রতিটা মুহূর্তে তোমার ভাবনা

মেঘের মতো এসে জড়ো হয়,

পাখির মতো উড়ে বেড়ায়

তোমার ভাবনার মাঝে।


আমার রাতের ঘুম আসেও

যখন হঠাৎ কল্পনার মাঝে,

তোমার মৃদু হাতের স্পর্শ

চুলের ফাঁকে প্রবেশ করে ।


আমার দিনের কাজ কেড়েছে

ভাসে ভাসা কল্পনা গুলো,

যতটা ভাবি আড়াল করবো

ততটা তুমি পেয়ে বসো।।