উত্তেজনার বিশ্বকাপ
-শুভ জিত দত্ত
আনন্দ আর উচ্ছাস নিয়ে
মেতে ওঠা বিশ্বকাপে
এই নিয়ে তর্ক বিতর্ক
হচ্ছে চায়ের কাপে
জার্সি থেকে পতাকা
বাহারি সব সাজে
ভিন্ন এক উত্তেজনার পারদ
আসে সবার মাঝে
মন বসে না কোনো মতে
গোলের আওয়াজ শুনে
যায় কি থাকা ঘরে বসে
প্রিয় দল থাকে মনে
জয়ের মিছিল বেড়িয়ে পড়ে
নিজের দলের জয়ে
হঠাৎ কখন বিষন্ন মন
হেরে যাওয়ার ভয়ে
আনন্দ আর হাসি গানে
দুঃখকে দিলাম ছুটি
বিশ্বকাপের আমেজে তাই
খাচ্ছি অনেক রুটি।।