ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, November 28, 2022

উত্তেজনার বিশ্বকাপ

-শুভ জিত দত্ত


আনন্দ আর উচ্ছাস নিয়ে 

মেতে ওঠা বিশ্বকাপে

এই নিয়ে তর্ক বিতর্ক 

হচ্ছে চায়ের কাপে


জার্সি থেকে পতাকা

বাহারি সব সাজে

ভিন্ন এক উত্তেজনার পারদ 

আসে সবার মাঝে


মন বসে না কোনো মতে

গোলের আওয়াজ শুনে

যায় কি থাকা ঘরে বসে

প্রিয় দল থাকে মনে


জয়ের মিছিল বেড়িয়ে পড়ে

নিজের দলের জয়ে

হঠাৎ কখন বিষন্ন মন 

হেরে যাওয়ার ভয়ে


আনন্দ আর হাসি গানে‌

দুঃখকে দিলাম ছুটি

বিশ্বকাপের আমেজে তাই

খাচ্ছি অনেক রুটি।।



মায়াবী চোখ 

- শুভ জিত দত্ত 


তুমি যে বসন্তের স্নিগ্ধ সকালে

দেখা সুন্দরের প্রতিচ্ছবি

তোমার মুখে যেন ফুটে ওঠে 

অপরূপ সৌন্দর্যের মহিমা


বিমোহিত হতে হয় কেন জানি

ঐ মায়াবী চোখে

মন কেড়ে নেয় বারে বারে

ঢেউ খেলানো চুলে


অনাবিল সৌন্দর্যের অপেক্ষায় 

অবাক চোখে চেয়ে থাকা

কখন তুমি আসবে আবার 

আমার বাড়ির এ পথ ধরে


চেয়ে থাকা আর কলমের খোঁচায়

তোমাকে নিয়ে লেখা

শুধু পৃষ্ঠা ফুরিয়ে যায়

তবু হয় না লেখা শেষ 


কোন উপমার বাঁধি তোমায়

সাধ্য কি আছে আমার 

মন মানে না লিখেই চলি

শুধু তোমাকে নিয়ে।।







Friday, November 18, 2022

কবিতা

 কাছে‌ পাওয়ার আকুলতা

শুভ জিত দত্ত


তোমাকে খুঁজতে খুঁজতে

আজ বড় ক্লান্ত

বছরের পর বছর 

কখন‌ যে যুগ কেটে গেল

শুধু অধরায় রইলে তুমি


মনের কোণে আঁকা ছবি

তার দেখার আকুলতা

শুধু স্বপ্নেই আসো

খেয়াল খুশি মতো

শুধু বাস্তবে হলো না দেখা


আর এই নিয়ে দিন গোনা 

তুমি আসবে হঠাৎ

কোন এক বসন্তে 

সেদিন আমার হাজারো স্বপ্ন

এক নিমিষেই পূরণ হবে।।