ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, July 30, 2022

কবিতা

 





কবিতার পাখি

-শুভ জিত দত্ত


কোন যোগ্যতার মাপকাঠিতে নয়

অযোগ্য দের মাঝে খুঁজে নিও

নিজেকে হয়তো খুব খ্যাতির শিখরে

পৌঁছাতে পারবো কিনা সন্দেহ


তবুও নিরন্তর আশা আর ভরসা 

যেখানে আছে সুখের ঠিকানা

সেখানে স্বপ্ন বুনতে পারো তুমি 

মনের চিলেকোঠার মাঝে


অবাধ স্বাধীনতা ভোগ করতে পারো

বাঁধা হবে না কেউ কখনো

শুধু ভালো রাখার দায়িত্ব টা কিন্তু

আমার কাছে গচ্ছিত তুমি রেখ


চাইলে তুমি কবিতার পাখি হয়ে

আবৃত্তি শোনাবো প্রতি রাতে

শুধু স্বপ্ন দেখানোর ক্ষমতা টুকু

আমার ভালোই আছে 

পূরণ করতে পারি বা নাই পারি।।



Tuesday, July 26, 2022

 শরৎ এর রূপ

-শুভ জিত দত্ত


নীল আকাশে বসেছে আজ

সাদা মেঘের ভেলা

শস্য জোড়া মাঠে এলেই

চোখ জুড়িয়ে আসে


হিমেল হাওয়া দোলা লাগে

দিগন্তের কাশ ফুলে 

প্রাণ জুড়ানো গন্ধ ভাসে

মন মজেছে তাতেই


শিশিরে ফোঁটা ঘাসের ফাঁকে

সূর্যের আলো পড়ে

শিউলি ফুলের মালা গেঁথে

প্রকৃত সেজে ওঠে


শরৎ এলেই চেনা রূপ

মনের মাঝে আঁকা

চেনা ছবি ভেসে আসে

হাজারো


স্মৃতির মাঝে।।








Monday, July 25, 2022

টাকার খেলা



টাকার খেলা

-শুভ জিত দত্ত

মানুষ গুলো কেমন যেন

হচ্ছে বড্ড লোভী

টাকার পিছে ছোটে খালি 

হারাচ্ছে মানবিকতা


লোভের মোহে করছে খুন

দিন দুপুরে ডাকাতি

জীবন নিতে এদের যেন 

মুড়ি মুড়কির খেলা


টাকা ছাড়া ফাইল টা যেন

টেবিল থেকে সড়ে না

এই হচ্ছে অফিস এখন

সব তো টাকার খেলা


অর্থ দিয়ে মানুষ বিচার

করছে আজ ওরা

ভুলে গেছে সবাই মোরা

রক্ত মাংসে গড়া