কবিতার পাখি
-শুভ জিত দত্ত
কোন যোগ্যতার মাপকাঠিতে নয়
অযোগ্য দের মাঝে খুঁজে নিও
নিজেকে হয়তো খুব খ্যাতির শিখরে
পৌঁছাতে পারবো কিনা সন্দেহ
তবুও নিরন্তর আশা আর ভরসা
যেখানে আছে সুখের ঠিকানা
সেখানে স্বপ্ন বুনতে পারো তুমি
মনের চিলেকোঠার মাঝে
অবাধ স্বাধীনতা ভোগ করতে পারো
বাঁধা হবে না কেউ কখনো
শুধু ভালো রাখার দায়িত্ব টা কিন্তু
আমার কাছে গচ্ছিত তুমি রেখ
চাইলে তুমি কবিতার পাখি হয়ে
আবৃত্তি শোনাবো প্রতি রাতে
শুধু স্বপ্ন দেখানোর ক্ষমতা টুকু
আমার ভালোই আছে
পূরণ করতে পারি বা নাই পারি।।