ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, September 25, 2018

উৎসবের আমেজে
.......শুভ জিত দত্ত.....
আকাশ ভাসে খুশির ভেলায়
শরৎ এলো বোধায়
নানা রং সেজে ওঠে
উৎসবের আনন্দে
নিত্য নতুন পসরা নিয়ে
মেলায় দোকান বসে
নানা লোকের সমাগমে
মেলা জমে ওঠে
নানা বায়নায় মুখরহয়
কচিকাঁচাদের আবদারে
বারোয়ারীর প্রাঙ্গনে তাই
উৎসবের মাতামতি
ছটা দিনেই সব শেষ
তবু মন মানে না
চোখের জলে বিদায় দিয়ে
নতুনের প্রস্তুতি
বাঙালী আনায় এযেন এক
মহা মিলন মেলা
কোন কিছুর কমতি হলে
মেজাজ চড়ে ওঠে
সব মিলিয়ে ভালোই কাটুক
সবার দূর্গা পূজো

Friday, September 21, 2018

মেঘের ভেলা
..........শুভজিত দত
শরৎ এলেই আকাশ বুঝি
শুভ্র মেঘে ঢাকে
সৃগ্ধতার পরশ নিয়ে
সে সেজে ওঠে
লীল আকাশের চারিকোণে
সাদা মেঘ ভেসে ওঠে
রুপের ছটা ছড়িয়ে নিয়ে
সে চেয়ে থাকে
মুগ্ধ সেরা সে যে
স্ব মহিমায় উদ্ভাসিত
আলোক রশ্মি নিয়ে
সে বেজায় মেতে থাকে
খেলার ছলে আপন
রুপে বিমোহিত করে
ছুটে চলে মেঘের ভেলায়
অজানায় ভেসে থাকে
সুখ যে তার চিরসাথী
দুঃখের নেই ঠাই
ভাঙা গড়ার এই খেলার মাঝে
তারা নয়কো সামিল

Saturday, September 1, 2018

বাবুদের বাড়ি
:::শুভ জিত দত্ত:::
সেই ভবন টি আজো টিকে আছে কালের সাক্ষী হয়ে। এক সময় কত শত কাজে মুখর হতো এই অঙ্গনটি।নানা মানুষের পদচারণায় কোলাহলে ভরে উঠতো এই মহাঅট্টালিকাটি।তবে এখনো নানা পার্বনে তাদের উত্তরসরীদের আগমনে মুখরিতা হয়ে থাকে কয়েকটি দিন।সেদিন ঠাকুমা গল্পে পল্পে বলছিলেন বাবুদের বাড়ি বলে কথা তাদের চাল চলন ভাবসাবিই ছিল আলাদা।তাদের একটু চোখের দেখা দেখার জন্য ভির হয়ে যেত।শেষবার অষ্টমীতে ভোগের রান্নার গন্ধ টা যেন আজো মাতাল করে দেয়।কি জানি কি জাদু আছে ঠাকুর দালানের পাশের ওই হেসেলে।যেখানে দিন নেই রাত নেই বাবুদের কর্মচারীরা রেধেই চলেছে।নানা গ্রামের মানুষ আসে বাবুদের  বাড়ীর পূজো দেখতে।পুজোর পাঁচটা দিন মানুষে মানুষে ভরে যায় কোথাও তিল ধারনের জায়গা থাকে না।তবু বার বার ছুটে ছুটে যওয়া ওই দালানের কাছে।বনেদী আনার একবিন্দুও যেন ঘারতি নেই।সেএকাল আর সেকাল কিছুটা তফাৎ থাকলেও জৌলুষ একেবারেই কমে নি, বরং দিন দিন বেড়েছে।
শহরের পূজো গুলো যেমন নিত্য নতুন থিমের আড়ালের ঢেকে যায় ,ঠিক তার উল্টোটা বনেদী বাড়ী ক্ষেত্রে এখানে এলেই সাবেকী আনার পরশ পওয়া যায়।নানা নিয়ম কানুনে টাসা পুরোহীতও বেশ প্রতিমা নির্মান চলে সাবেকী ঢং ।গ্রামের মাঝে বাড়িটায় কেয়ারটেকারের লাগানো গাছ গুলো সোভা যেন আরো বৃদ্ধি করে।আর পূজো এলেই আলোক সজ্বা আর নানা সাজে সজ্বিত হয় ভবনটি।গ্রামের সবাই মিলে উৎসাহের সাথে বাবুদের বাড়ির পূজো দেখা।এক অন্য রকম অভিঙ্গতা।গ্রামের পূজো আর বাবুদের বাড়ির পূজোর মাঝে যেন আকাশ পাতাল তফাৎ।দশমী বিসর্জনে তারাই থাকে সবার আগে।মহাধুমধামের সাথে চলে বাবুদের বাড়ির পূজো।বন্ধুরা মিলে যেতাম সবে দিতাম আড্ডা বাবুদের বাড়ি কোন এক কোনে ।দেখতে দেখতে কবে যে চলে পূজোর দিন গুলো টেরই পেতাম না।সব কিছুর মূলে ছিল বাবুদের বাড়ি।