বাংলায় প্রবাদ আছে
রথ দেখাও হবে আবার কলা বেঁচাও হবে
একসময় ছিল যখন রথযাত্রা জমিদারাই আয়োজন করতেন। কারণ এটি ছিল খুবই ব্যায় বহুল তাই যে কেউ চাইলে রথযাত্রা আয়োজন করতে পারতেন না।
রথযাত্রা কে ঘিরে বসতো জমজমাট মেলা নানা আয়োজনে মুখোরিত হতো উৎসব প্রাঙ্গণ।হরেক রকম পণ্যের পসরা বসত এই মেলা প্রাঙ্গণ জুড়ে যার পুরোটা জুড়ে ছিল নানা রকমের মন্ডামিঠাই এর দক্ষলে শুধু কি মন্ডা মিঠাই নানা রকমের ফল বা কম যায় কিসে আম থেকে শুরু করে কাঠাঁল সবই ওঠে এই মেলায় কেউ কেউ তো তার পণ্য নিয়েই মেলায় অংশ গ্রহন করে রথ দেখাও হয় সাথে সাথে কলা বেঁচাও হয়।নানা গ্রাম থেকে মানুষ আসে মেতে ওঠে এই আনন্দ আয়োজনে রাত নামলেই যাত্রাপালার আসর বসে আজ রামায়ণ তো কাল মহাভারত পালা।
রথেরদিন যত ঘনিয়ে আসে তত উৎসব মুখোর মানুষের আনাগোণাও বাড়তে থাকে।
প্রথা মতে কর্তা মাশাই রথের দড়ি টেনে রথ যাত্রা শুরু করেন তারপর রথযোগে জগন্নাথদেব তার মাসি বাড়ি যান।এবং সাত দিন পর উল্টো রথে তিনি আবার ফিরে আসেন।এই মেলা প্রায় পুরো মাস জুড়েয় হয় আর প্রত্যেক দিন হাজারো মানুষের সমাগম ঘটে।তবে সময়ের সাথে সাথে সব বদলে গেছে এখন সেই জমিদারি প্রথাও আর নেই তবে রথযাত্রা জৌলুষ কোন অংশে কমে নি বরং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে আর মানুষের উৎসাহ উদ্দীপনাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
রথ দেখাও হবে আবার কলা বেঁচাও হবে
একসময় ছিল যখন রথযাত্রা জমিদারাই আয়োজন করতেন। কারণ এটি ছিল খুবই ব্যায় বহুল তাই যে কেউ চাইলে রথযাত্রা আয়োজন করতে পারতেন না।
রথযাত্রা কে ঘিরে বসতো জমজমাট মেলা নানা আয়োজনে মুখোরিত হতো উৎসব প্রাঙ্গণ।হরেক রকম পণ্যের পসরা বসত এই মেলা প্রাঙ্গণ জুড়ে যার পুরোটা জুড়ে ছিল নানা রকমের মন্ডামিঠাই এর দক্ষলে শুধু কি মন্ডা মিঠাই নানা রকমের ফল বা কম যায় কিসে আম থেকে শুরু করে কাঠাঁল সবই ওঠে এই মেলায় কেউ কেউ তো তার পণ্য নিয়েই মেলায় অংশ গ্রহন করে রথ দেখাও হয় সাথে সাথে কলা বেঁচাও হয়।নানা গ্রাম থেকে মানুষ আসে মেতে ওঠে এই আনন্দ আয়োজনে রাত নামলেই যাত্রাপালার আসর বসে আজ রামায়ণ তো কাল মহাভারত পালা।
রথেরদিন যত ঘনিয়ে আসে তত উৎসব মুখোর মানুষের আনাগোণাও বাড়তে থাকে।
প্রথা মতে কর্তা মাশাই রথের দড়ি টেনে রথ যাত্রা শুরু করেন তারপর রথযোগে জগন্নাথদেব তার মাসি বাড়ি যান।এবং সাত দিন পর উল্টো রথে তিনি আবার ফিরে আসেন।এই মেলা প্রায় পুরো মাস জুড়েয় হয় আর প্রত্যেক দিন হাজারো মানুষের সমাগম ঘটে।তবে সময়ের সাথে সাথে সব বদলে গেছে এখন সেই জমিদারি প্রথাও আর নেই তবে রথযাত্রা জৌলুষ কোন অংশে কমে নি বরং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে আর মানুষের উৎসাহ উদ্দীপনাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।