ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, June 28, 2018

বাংলায় প্রবাদ আছে
রথ দেখাও হবে আবার কলা বেঁচাও হবে
একসময় ছিল যখন রথযাত্রা জমিদারাই আয়োজন করতেন। কারণ এটি ছিল খুবই ব্যায় বহুল তাই যে কেউ চাইলে রথযাত্রা আয়োজন করতে পারতেন না।
রথযাত্রা কে ঘিরে বসতো জমজমাট মেলা নানা আয়োজনে মুখোরিত হতো উৎসব প্রাঙ্গণ।হরেক রকম পণ্যের পসরা বসত এই মেলা প্রাঙ্গণ জুড়ে যার পুরোটা জুড়ে ছিল নানা রকমের মন্ডামিঠাই এর দক্ষলে শুধু কি মন্ডা মিঠাই নানা রকমের ফল বা কম যায় কিসে আম থেকে শুরু করে কাঠাঁল সবই ওঠে এই মেলায় কেউ কেউ তো তার পণ্য নিয়েই মেলায় অংশ গ্রহন করে রথ দেখাও হয় সাথে সাথে কলা বেঁচাও হয়।নানা গ্রাম থেকে মানুষ আসে মেতে ওঠে এই আনন্দ আয়োজনে রাত নামলেই যাত্রাপালার আসর বসে আজ রামায়ণ তো কাল মহাভারত পালা।
রথেরদিন যত ঘনিয়ে আসে তত উৎসব মুখোর মানুষের আনাগোণাও বাড়তে থাকে।
প্রথা মতে কর্তা মাশাই রথের দড়ি টেনে রথ যাত্রা শুরু করেন তারপর রথযোগে জগন্নাথদেব তার মাসি বাড়ি যান।এবং সাত দিন পর উল্টো রথে তিনি আবার ফিরে আসেন।এই মেলা প্রায় পুরো মাস জুড়েয় হয় আর প্রত্যেক দিন হাজারো মানুষের সমাগম ঘটে।তবে সময়ের সাথে সাথে সব বদলে গেছে এখন সেই জমিদারি প্রথাও আর নেই তবে রথযাত্রা জৌলুষ কোন অংশে কমে নি বরং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে আর মানুষের উৎসাহ উদ্দীপনাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

Tuesday, June 26, 2018

পেটুক
.,,.শুভজিত দত্ত.,,.
প্রতিদিন আহারে
থালা চায় সাজিয়ে
দেই মা তাহারে

বসে নিয়ে চেয়ারে
খানিক তাকিয়ে
দিল হাত বাটিতে

দেয় যত বটিতে
বাটি হয় খালি
দেখে মা খালি

কম হলে রেগে
দেয় সে কেঁদে
থামে নাকো সহসা

নানা পদ রাঁধতে
যায় মা হেসেলে
যায় হয়ে সন্ধ্যা

সহজে ভরে না
তাই লাগে বেশি
খায় পেট ভরে

এই নিয়ে হাসাহাসি
করে ওরা খালি
কি লাল তাতে

পেটুক বটে
ভাইটি আমার
মন খুব ভাল

Monday, June 18, 2018

কবিতা

জামাই ষষ্টী
.,.,.শুভজিত দত্ত.,.,
শ্বাশুড়ির ঘুম নেই
কাল পরশু ষষ্টী
বেজায় চিন্তায় নিয়ে
ওই ম্যেনু টা
সব শেষে ঠিক হল
কি হবে ম্যেনুটা
নতুন জামাই
বেজায় চিন্তায়
কতটা গিলবো
গন্ডায় পিন্ডায়
নানা পদ সাজিয়ে
দিল মা শ্বাশুড়ি
মা মেয়ে তাকিয়ে
দেখে ওই আহারে
কি ভাবে গিলছে
বেটা ওই জ্বামায়ে
লাভ নেই তাকিয়ে
সব শেষ বাটিতে
কাটা আর হার গুলো
তাও খাই জ্বামায়ে
শেষ মেষ কাত হয়ে
যায় বেটা ঘুমিয়ে
উঠে নিয়ে সন্ধ্যায়
কি আছে ম্যেনুতে
দরজায় খিল দিয়ে
লাঠি নিয়ে শ্বশুড়ে
অন্ন ধংস করে
ওই শালারে😁

Monday, June 11, 2018

বিশ্বকাপ কবিতা

বিশ্বকাপ
..........শুভ জিত দত্ত
উন্মাদোনায় সেরা সবার
জয় করে মনে
জাদুকারী ছোঁয়াতে
বল যায় গোলে
গ্যালারী আওয়াজে
মাঠ যায় ভরে
সব কাজ ফেলে
চল যায় মিছিলে
পাতাকা উড়িয়ে
দিলাম আকাশে
প্রত্যাশা পূরণে হবে
জানি মাঠেতে
এই নিয়ে মাতামাতি
চলছে বিশ্বকাপ
চায়ের দোকানে চলছে
বিতর্কের ফুলঝুরি
নানা রং নানা পোশাখে
চলছে সমর্থন
কাপ টা কে পাবে
এই নিয়ে মাঝে
মাঝে চলে হাতাহাতি
তবু অধরা রয়ে
যায় সোনালী সে কাপ