ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 11, 2016

 অজানার পথে
শুভ জিত দত্ত
দেখতে দেখতে দশ টা বছর পার হয়ে গেল জন্মের   বাবা মাকে ছেড়ে চলে গেল কোন অজানা স্থানে শত খোঁজা খুজির পরও বাবা আর খুঁজে পাওয়া গেল না।মা যেন চারিদিকে অন্ধকার দেখতে থাকে মামা যদি সেদিন পশে না দাঁড়াতো তাহলে হয়তো আমাদের পথে দাঁড়াতে হতো।দাদা কোন রকমে একটা চাকরী জোগাড় করে কদিন যেতেই মা আমাদের কাঁদিয়ে চলে গেল অজানার দেশে দাদার ভাড়া বাসায় ছাঁদে দাঁড়ালে দেখা যেত বস্তির মানুষের বাস্তব চিত্র কতনা কষ্টে কাটতো তাদের দিনগুলো সে তো গেল ওদের কথা বেকার বলে বৌদির কাছে অনেক কথা শুনতে হয়,মাঝে নিজেকে খুব অসহায় লাগতো,প্রতিদিন চাকরী খোজার জন্য বের হওয়া অতঃপর বাড়ি ফিরে আসা।দাদা তেমন কিছু না বললেও বৌদি খেতে বসলে খোঁটা দিত তিন বেলা দাদার অন্ন ধ্বংস করছে।এত এত ডিগ্রী অর্জন করলাম তার কি আজ কোন মুল্য নেই,দাদা কে না জানায়ে একটা দোকানে কোন রকমে একটা কাজ জুটালাম তার থেকে বৌদি সংসার খরচ বাবদ যা দিতাম তাতে বৌদি তেমন খুশি ছিল না,কদিন করে খুব অসুস্থ কাজে যেতে পারি না বিছানায় অচেতন হয়ে পড়ে আছি ডাক্তার তো দূরের কথা একটি বারের জন্য কেউ আমার খোঁজ টি নিল না বৌদি দরজা থেকে  খাবার থালটি ছুড়ে দিত বিছানার দিকে,এই ভাবে কিছু দিন যাওয়ার পর হঠাৎ সুজয় সৌমেন কাকার ঘরে যায়  শত শত ডাকাডাকির পরেও সৌমেন কাকার সাড়া পাওয়া গেল না,মা মা সৌমেন কাকার কোন সাড়া পাওয়া যাচ্ছে না আপদ টা গেছে তাহলে ,মৃতদেহ সামনে দাদা বৌদির লোক দেখানো কান্না হয়তো এই সমাজের একটি প্রতিছবি ।ভাগ্যের পরিহাসে ওই দিনই সৌমেন এর দাদা তার চাকরি টা হরায় ।এই ভাবে কত সৌমেন পারি জমাচ্ছে অজানার পথে তা হয় তো আমাদের সবারই অজানা।।

ওরা ধনী
শুভ জিত দত্ত
ওদের আছে অঢেল তবু
সড়ে না হাত দিয়ে
মানবিকতা আজ শুধু তাদের আছে
যাদের নেই কিছু
ওদের নেই কিছু তবুও
মন যে ওদের বিশাল
ওদের আজ সব থেকেও
যেন কোন কিছুই নেই
যাদের আছে পাহার সমান
তাদের মুখে একটায়
বুলি দূর দূর দূর
না থাকলেও ওদের কিছু
মনটা ওদের বড্ড বড়
সমাজে মানুষ কেন
ধনীদের কদর করে
নিচের দিকে নজর ওদের
পরেনা কবুও
নিচের দিকের মানুষ তাই
ওদের বড্ড ঘৃণা করে
মানব ধর্ম
শুভ জিত দত্ত
ধর্ম নিয়ে ওরা সবাই
করে বাড়াবাড়ি
মানুষ সৃষ্ট ধর্ম  আজ
হয়েছে বিকল
যখন তখন যাকে তাকে
ধর্মের নামে চলে খোনাখুনি
ধর্মের নামে বোমাবাজি
চলে  যেথাই সেথাই
মানব থেকে বড়
আছে আবার কি
সব থেকে বড়
ধর্ম মানব ধর্ম
যেথাই নেই ভেদাভেদ
ধর্মে বর্ণে
সেথাই আছে শুধু
মানব ধর্ম
চাপিয়ে দিয়ে ধর্ম আবার
হয় কি পালন
ধর্ম মানে কি ব্যাক্তি
স্বাধীনতা হরন
যুগে যুগে তাই আজ
মানব ধর্মের জয়গান

আধো আধো ভাষায় যখন
ডাকতিস বাবা বলে
সব দুঃখ যেতাম ভুলে
তোর বাবা ডাক শুনে
দুষ্টুমিতে সারা বাড়ি
রাখতিস মাতিয়ে
আজ তুই হঠাৎ করে
অনেক বড় হলি
এক নামে সবাই তোকে
সাহেব বলে ডাকে
দু দিন বাদে আমায়
তুই দিলি পর করে
শেষ ঠিকায় রয়ে গেলাম
আজ বৃদ্ধাশ্রম
মাঝে মাঝে আজও তাই
তোর কথা ভেবে
কেঁদে যায় নিরবে
আজ আমি তোদের
ছেড়ে আছি বড় একাকী
..........,.,.,শুভ জিত দত্ত