ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, September 11, 2024

কবিতা হার না মানা শিক্ষক


হার না মানা শিক্ষক

-শুভ জিত দত্ত 


জীবনের প্রথম হাতে খড়ি 

তিনি আমার শিক্ষক।

চিনতে শেখা অক্ষরগুলো,

জ্ঞানের আলো ফোটা।


তখন থেকেই তিনি আমার,

এই জগতের শিক্ষাগুরু।

ভালোমন্দের পার্থক্য গুলো,

ন্যায়-অন্যায় বুঝতে পারা।


তারি হাত ধরে আমি আজ

মুক্ত হয়ে উড়ে বেড়ায়।

ভুলের জন্য পিঠে আমার,

ভাঙতো আস্ত বেত।


চলতি পথে দেখা হলেই

শ্রদ্ধায় হয় মাথা নত।

তারই শিক্ষায় আমি আজ

এই সমাজে আলোকিত ।




 

No comments:

Post a Comment