ভয়াল রাত
-শুভজিত দত্ত
সেদিন যদি সন্ধ্যার পর পর
ভোরের আলো ফুটে উঠতো,
বিভীষিকাময় রাত যদি
ঘনিয়ে না আসতো
তাহলে হয়তো হারাতে হতো না
আমাদের জাতির জনকে,
এমন রাতের জন্যে আমাদের
দিন পরিণত হলো শোকে
কাক ডাকা ভোরে যদি কোন
দুঃসংবাদ ভেসে না আসতো,
জাতির পিতার উন্নয়নে দেশটা
তখন খুশির জোয়ারে ভাসতো
সেদিন থেকে আমরা পিতা
হারা দেশে থাকি,
সেই রাতের কষ্টের গল্প গুলো
কোথায় জমা রাখি।
তবু এগিয়ে যেতে হবে তার দেখা
স্বপ্ন বুকে জমিয়ে,
হাল ধরেছেন তার কন্যা
কে রাখে এখন দমিয়ে।।