ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, August 14, 2023

বঙ্গবন্ধু কে নিয়ে লেখা কবিতা

 ভয়াল রাত

-শুভজিত দত্ত


সেদিন যদি সন্ধ্যার পর পর

ভোরের আলো ফুটে উঠতো,

বিভীষিকাময় রাত যদি 

ঘনিয়ে না আসতো


তাহলে হয়তো হারাতে হতো না

আমাদের জাতির জনকে,

এমন রাতের জন্যে আমাদের

দিন পরিণত হলো শোকে


কাক ডাকা ভোরে যদি কোন 

দুঃসংবাদ ভেসে না আসতো,

জাতির পিতার উন্নয়নে দেশটা

তখন খুশির জোয়ারে ভাসতো


সেদিন থেকে আমরা পিতা

হারা দেশে থাকি,

সেই রাতের কষ্টের গল্প গুলো

কোথায় জমা রাখি।


তবু এগিয়ে যেতে হবে তার দেখা

স্বপ্ন বুকে জমিয়ে,

হাল ধরেছেন তার কন্যা

কে রাখে এখন দমিয়ে।।







Friday, August 4, 2023

কবিতা

 আমার কল্পনায়

-শুভজিত দত্ত


চোখ যে বন্ধ করবো আমি

তার কি আর উপায় আছে

পাতা ফেললে কোন মতে

তুমি ভেসে ওঠো চোখে।


সারাদিন যদি তোমাকে দেখি

মন বসায় কি ভাবে আমি কাজে,

বকাবকি কি কম শুনি 

অফিসের বড় বাবুর কাছে।


এমন বিরম্বনায় পরিনি কখনো

হঠাৎ কি উটকো ঝামেলা,

আমার উপর কেন পড়লো

কল্পনা জুড়ে তোমার বিচরণ।


এমন হয় নি কখন আগে

এখন তাই তোমাতেই আসক্ত,

দিক বিদিক ছুটে বেড়ায়

আর নিজেকে হারিয়ে ফেলি ।।