Friday, August 4, 2023

কবিতা

 আমার কল্পনায়

-শুভজিত দত্ত


চোখ যে বন্ধ করবো আমি

তার কি আর উপায় আছে

পাতা ফেললে কোন মতে

তুমি ভেসে ওঠো চোখে।


সারাদিন যদি তোমাকে দেখি

মন বসায় কি ভাবে আমি কাজে,

বকাবকি কি কম শুনি 

অফিসের বড় বাবুর কাছে।


এমন বিরম্বনায় পরিনি কখনো

হঠাৎ কি উটকো ঝামেলা,

আমার উপর কেন পড়লো

কল্পনা জুড়ে তোমার বিচরণ।


এমন হয় নি কখন আগে

এখন তাই তোমাতেই আসক্ত,

দিক বিদিক ছুটে বেড়ায়

আর নিজেকে হারিয়ে ফেলি ।।







No comments:

Post a Comment