ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, July 20, 2023

কবিতা নীল আঁচল

 

নীল আঁচল 

শুভজিত দত্ত 


সবুজ ঘাসের সাথে তোমার

অনেক দিনের বন্ধুত্ব,

নীল আকাশের সাথে তুমি 

করেছো গভীর সম্পর্ক।


প্রজাপতি তাই সুযোগ পেলেই

ভাব জমাতে চায় ,

জাদুকরী রূপের জালে তারা

নিজেকে জড়াতে চায়।


বাহানা খোঁজে তোমাকে দেখার

নীল পাখিদের দল,

সন্ধ্যা নামলে তোমার চোখে

তারার মেলা বসে।


শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে

কাছে টানার চেষ্টা ,

কাজল কালো চোখে যেন

মনকে বশে আনে।


নীল আঁচলের ভাঁজে ভাঁজে

হাজারো কাব্য লেখা

তোমাকে নিয়ে স্বপ্ন বোনা

সেই আঁচলের ভাঁজে।।




Sunday, July 9, 2023

কবিতা

 তুমি আসবে 

-শুভ জিত দত্ত


তুমি আসবে তাই হঠাৎ একদিন

নিঃসঙ্গতা চলে যাবে

রেখে যাবে একাকীত্বের স্মৃতি

ছিল এক দুঃসহ যন্ত্রণা 


একরাশ হতাশা ভর করেছিল

মৃত্যুর হাতছানি দিয়ে

তোমার আশার সংবাদ পেয়ে

তারাও চলে গেছে


রঙিন স্বপ্নেরা ভীর জমিয়েছে

তুমি আসবে তাই

কথার ফুলঝুরি জমানো আছে

শোনাবো কাছে পেলে


এলোমেলো আর অগোছালো

সঙ্গী ছিল নিত্য দিনের 

নিজেকে আমি গুছিয়ে নিয়েছি

শুধু তুমি আসবে তাই।।