নীল আঁচল
শুভজিত দত্ত
সবুজ ঘাসের সাথে তোমার
অনেক দিনের বন্ধুত্ব,
নীল আকাশের সাথে তুমি
করেছো গভীর সম্পর্ক।
প্রজাপতি তাই সুযোগ পেলেই
ভাব জমাতে চায় ,
জাদুকরী রূপের জালে তারা
নিজেকে জড়াতে চায়।
বাহানা খোঁজে তোমাকে দেখার
নীল পাখিদের দল,
সন্ধ্যা নামলে তোমার চোখে
তারার মেলা বসে।
শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে
কাছে টানার চেষ্টা ,
কাজল কালো চোখে যেন
মনকে বশে আনে।
নীল আঁচলের ভাঁজে ভাঁজে
হাজারো কাব্য লেখা
তোমাকে নিয়ে স্বপ্ন বোনা
সেই আঁচলের ভাঁজে।।