তুমি আসবে
-শুভ জিত দত্ত
তুমি আসবে তাই হঠাৎ একদিন
নিঃসঙ্গতা চলে যাবে
রেখে যাবে একাকীত্বের স্মৃতি
ছিল এক দুঃসহ যন্ত্রণা
একরাশ হতাশা ভর করেছিল
মৃত্যুর হাতছানি দিয়ে
তোমার আশার সংবাদ পেয়ে
তারাও চলে গেছে
রঙিন স্বপ্নেরা ভীর জমিয়েছে
তুমি আসবে তাই
কথার ফুলঝুরি জমানো আছে
শোনাবো কাছে পেলে
এলোমেলো আর অগোছালো
সঙ্গী ছিল নিত্য দিনের
নিজেকে আমি গুছিয়ে নিয়েছি
শুধু তুমি আসবে তাই।।
No comments:
Post a Comment