স্বার্থের মাঝে
-শুভ জিত দত্ত
নিজেকে নিয়ে ব্যস্ত সবাই
স্বার্থের পিছু ছোটা
আপন মানুষের সুখ দুঃখ
দেখার সময় নেই তো
বিপদ এলেই মনে পড়ে
স্বার্থ ফুরালে ফুস
কাজের শেষে সময় হলে
এমনি ছুড়ে ফেলো
আমি এখন বুঝে গেছি
তোমাদের জারিজুরি
পড়ছি না আর তোমাদের
সাজানো কোন ফাঁদে
আমার মতো আমি এখন
নিজেকে ব্যস্ত রাখি
ঢাকলে পড়ে যায় না আর
কারো বিপদে ছুটে।।