ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, August 27, 2021

কবিতা

 ভালোথাক সম্পর্ক

--শুভ জিত দত্ত


হয়তো নিজেকে ভাবি না

তোমার সমকক্ষ

একটু আড়াল থেকে হলেও

প্রিয় মানুষটি হয়ে থেকো


কখনো মনের ভুলেও কাছেই

গিয়ে আমি দাঁড়াবো না

শুধু দূর থেকে দেখবো তোমায়

যদি কখনো সুযোগ হয়


প্রকাশ করতে যত বাধা বিপত্তি

তাই অপ্রকাশিত হয়ে থাক না

শুনেছি কাছাকাছি হলেই নাকি

কত মধুর সম্পর্ক ভেঙে যেতে


তবে এই ভালো আমার মাঝে

তোমার অস্তিত্ব থাকুক চিরকাল

শুধু কল্পনাকে বেছে নেব 

দুজনের সঙ্গী করে।।

Monday, August 2, 2021

কবিতা

 আমাকে ছেড়ে

-শুভ জিত দত্ত

হঠাৎ করে কেন এমন

এতো অচেনা হলি 

খুব তো বলেই যেতিস

তুমি ছাড়া চলেনা


এখন আবার কি এমন হলো

আমাকে ছেড়ে থাকিস

নাকি হঠাৎ করে একা থাকা

খুব ভালো শিখে গেছিস 


পথ চলতে খুব তো আমাকে

সাথে নিয়ে যেতিস 

আমাকে ছাড়া বের হতেও

নাকি খুব ভয় হতো


সেই ভয় কি হঠাৎ চলে গেছে

খুব জানতে ইচ্ছে করে

আর কেমন আছিস তুই

এই আমাকে ছেড়ে।।