ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, December 31, 2019

পথ চেয়ে (শুভ জিতে দত্ত)
তাকে দেখার আক্ষেপ যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কাজের চাপে আমাকে যেন আরো একলা করে দিচ্ছে।তবু তাকে ছেড়ে থাকা আমার পক্ষে মনকে তার কাছে ফেলে রাখার সমান।এক বিন্দু যেন নিজেকে শান্ত রাখতে পারিনা তাকে ছেড়ে থাকতে নিজেকে বড় অসহায় মনে হয়। হয়তো সে আমার কথা ভাবতে ভাবতে কখন না ঘুমিয়ে রাত জেগে থেকে।আমাকে দেখার আগ্রহ যেন আরো বেশি একাকী করে দিচ্ছে তাকে। কখন কখন মনে হয় যতই থাকুক কাজের চাপ তবু নিজেকে আটকে রাখবো না কোন বেড়াজালে। কিন্তু তখনি যেন হাজারো কাজের চাপে আমাকে আটকে রাখে।
এই হাজারো কাজের চাপ দুরে রেখে তার পাশে থেকে যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম।
এক বেলা না হয় নাই বা খেতাম তবু তোমার পাশে থাকতাম। তোমাকে দেখে চোখ জুড়াতাম যখন মন চায়। থাকতাম না আর ছুটির আশায় চলে আসতাম সব চাপ ফেলে।কি হবে হাজারো সম্পদ যদি তুমি না পাশে থাকো। তোমাকে আর বেশি দিন একলা থাকতে হবে না আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। ছুটি টা হয়তো সামনে মাসেই পাবো।।
মিথ্যার বেড়াজাল

শুভ জিত দত্ত

তোমারাই আজ সব ভুলে
আছো মহা সুখে
কিষের নেশায় মত্ত হয়ে
ভুলতে আছো সব
অচেনা কোন সুখের তরে
কোথায় ডুবে থাকো
শেষে কেন ভুলের মাঝে
তোমাদের হারিয়ে যাওয়া
মিছে আশা বুকে জড়িয়ে
আর কত দিন চলে
এবার না হয় সত্যের পথে
সামনে এগিয়ে চলো
খুলে দিও মিথ্যা নামক 
কাপড় খানি যাদের চোখে বাঁধা
যে মিথ্যা দেয় না সুখ
তাকে কেন আঁকড়ে ধরা
চল সবে সত্যের পথে
ভেঙ্গে দিয়ে মিথ্যার বেড়াজাল
নতুন প্রজন্মের জন্য গড়ে উঠুক
সত্যের এক আবাস ভূমি