কষ্টের মাঝে
।।শুভ জিত দত্ত।।
শত দুঃখ যন্ত্রার মাঝে
পাশে ছিলে তুমি
কখনো বুঝতে দাও নি
কষ্ট কি জিনিস
নানা কথার মাঝে
ভুলিয়ে রাখতে সব
তবুও একটি বারোও
ছেরে যাওনি তুমি
তোমার অনুপ্রেরণার মাঝে
পেয়েছি নতুন আশা
নতুন দিশা দেখিয়েছো
পেয়েছি নতুন পথ
কখনো যেন হতাশার মাঝে
ডুবতে দাওনি তুমি
মাঝি হয়ে ধরেছিলে
আমার নৌকার হাল
তোমার মাঝে শুরু
আমার নতুন চলা
দুঃখ সব দূরে ঠেলে
সুখের মাঝে চলা
।।শুভ জিত দত্ত।।
শত দুঃখ যন্ত্রার মাঝে
পাশে ছিলে তুমি
কখনো বুঝতে দাও নি
কষ্ট কি জিনিস
নানা কথার মাঝে
ভুলিয়ে রাখতে সব
তবুও একটি বারোও
ছেরে যাওনি তুমি
তোমার অনুপ্রেরণার মাঝে
পেয়েছি নতুন আশা
নতুন দিশা দেখিয়েছো
পেয়েছি নতুন পথ
কখনো যেন হতাশার মাঝে
ডুবতে দাওনি তুমি
মাঝি হয়ে ধরেছিলে
আমার নৌকার হাল
তোমার মাঝে শুরু
আমার নতুন চলা
দুঃখ সব দূরে ঠেলে
সুখের মাঝে চলা