ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, July 30, 2019

কষ্টের মাঝে


।।শুভ জিত দত্ত।।


শত দুঃখ যন্ত্রার মাঝে
পাশে ছিলে তুমি
কখনো বুঝতে দাও নি
কষ্ট কি জিনিস
নানা কথার মাঝে
ভুলিয়ে রাখতে সব
তবুও একটি বারোও
ছেরে যাওনি তুমি
তোমার অনুপ্রেরণার মাঝে
পেয়েছি নতুন আশা
নতুন দিশা দেখিয়েছো
পেয়েছি নতুন পথ
কখনো যেন হতাশার মাঝে
ডুবতে দাওনি তুমি
মাঝি হয়ে ধরেছিলে
আমার নৌকার হাল
তোমার মাঝে শুরু
আমার নতুন চলা
দুঃখ সব দূরে ঠেলে
সুখের মাঝে চলা

অপেক্ষা



6/16/2019
10:09 AM

অপেক্ষা
।।শুভ জিত দত্ত।।
শরৎ মানে তোমার,
অপেক্ষার একটি বছর শেষ।
আবার মেতে ওঠা,
উৎসব আর প্রাণের উচ্ছাসে।
শুনবো না আর এই কটাদিন,
কারো শাষন বারন।
আমি না হয় মুক্ত হয়ে,
তোমায় সাথে নিয়ে যাব
যেথায় মন যেতে চাই।
তুমি একটু থেকো পাশে,
আমি না হয় আমার মথ
ঘুরব তোমায় নিয়ে।
পূজো দেখা শেষে যখন,
একটু ক্লান্ত হবে দুজন মিলে
খাওয়া দাওয়া করবো,
যা খুশি তাই।
কখন যেন চলেই গেল
পুজোর পাঁচ টা দিন,
তোমার সাথে কাটানো পূজো
কি আর ভুলা যায়।