আনাগোনা
......শুভ জিত দত্ত
খেজুর গাছে ঝুলছে হারি
ভরছে রসে রসে
বাহারী পিঠার জমছে আসর
চলছে ঘরে ঘরে
চারিদিকে কুয়াশায়
পথ যায় হারিয়ে
যায় না তো দেখা
রাস্তার পথ গুলো
কুয়াশায় মুড়ি দেয়
ফসলের মাঠ ঘাট
শিশিরে শিশিরে
যায় যে হারিয়ে
শীতের আনাগোনা
হয় যে উঠানে
কাপছে দাদু কাপছে
দিদু চাদর মুড়ি দিয়ে
তাই নিয়ে রসিকতা
করে ওই নাতিনে
শীতের প্রোকপে
হাঁড় কাপে আহারে
বেজায় ঠান্ডায়
সূর্য্যির দেখা নেই
......শুভ জিত দত্ত
খেজুর গাছে ঝুলছে হারি
ভরছে রসে রসে
বাহারী পিঠার জমছে আসর
চলছে ঘরে ঘরে
চারিদিকে কুয়াশায়
পথ যায় হারিয়ে
যায় না তো দেখা
রাস্তার পথ গুলো
কুয়াশায় মুড়ি দেয়
ফসলের মাঠ ঘাট
শিশিরে শিশিরে
যায় যে হারিয়ে
শীতের আনাগোনা
হয় যে উঠানে
কাপছে দাদু কাপছে
দিদু চাদর মুড়ি দিয়ে
তাই নিয়ে রসিকতা
করে ওই নাতিনে
শীতের প্রোকপে
হাঁড় কাপে আহারে
বেজায় ঠান্ডায়
সূর্য্যির দেখা নেই