ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 21, 2018

আনাগোনা
......শুভ জিত দত্ত

খেজুর গাছে ঝুলছে হারি
ভরছে রসে রসে
বাহারী পিঠার জমছে আসর
চলছে ঘরে ঘরে
চারিদিকে কুয়াশায়
পথ যায় হারিয়ে
যায় না তো দেখা
রাস্তার পথ গুলো
কুয়াশায় মুড়ি দেয়
ফসলের মাঠ ঘাট
শিশিরে শিশিরে
যায় যে হারিয়ে
শীতের আনাগোনা
হয় যে উঠানে
কাপছে দাদু কাপছে
দিদু চাদর মুড়ি দিয়ে
তাই নিয়ে রসিকতা
করে ওই নাতিনে
শীতের প্রোকপে
হাঁড় কাপে আহারে
বেজায় ঠান্ডায়
সূর্য্যির দেখা নেই

আমার লেখা প্রকাশিত হল পশ্চিম বাংলার শারদ সংখ্যায়

Monday, October 1, 2018


বড্ডজেদী
.....শুভ জিত দত্ত....
সন্তু বাবু জেদ ধরেছে
যাবে পূজোর মেলায়
কিনবে অনেক খেলনাপাতি
চড়বে নাগোর দোলায়
মাটির পতুল মাটির হাড়ি
কিনবে প্যাকেট ভরে
খাবে অনেক মন্ডা মিঠাই
করবে অনেক মজা
কিনবে অনেক নতুন জামা
দেখবে অনেক পূজো
করবে অনেক মতামতি
নতুন গানের তালে
বাবা মার সাথে সাথে
ঘুরছে সন্তু মশাই
ঢাক কাসরের বাদ্য
তার বড্ড মুগ্ধ করে
দেখতে দেখতে ক্লান্তি
তার বড্ড চেপে ধরে
ঘোড়াঘুড়ি শেষে সন্তু
আসে বাড়ি ফিরে
নতুন অভিঙ্গতা তার
বড্ড ভাল লাগে