ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, July 22, 2017


দাদু
শুভ জিত দত্ত
বয়সের ভারে হলাম নত
শরীল চলে না
একটু চলতেই ব্যাথার
জ্বালায় হই কুপকাত
এই বয়স আসবে
সবার নাই বা করলি ঠাট্টা
একদিন আমিও ছিলাম
তোদের মথ দুরন্ত ছটফটে
আর তো এলি না
কত মজার মজার গল্প ছাড়া
লিখেছি তোদের জন্য
জানি না থাকবো ক দিন
তবু মাঝে মাঝে আসিস
বড্ড ভাল লাগে
দু দন্ড সময় কাটাতে পারি
ঠাকুমা গেছে আমি ও যাব
শেষ কটা দিন
তোদের সাথে করব অনেক মজা

No comments:

Post a Comment