দাদু
শুভ জিত দত্ত
বয়সের ভারে হলাম নত
শরীল চলে না
একটু চলতেই ব্যাথার
জ্বালায় হই কুপকাত
এই বয়স আসবে
সবার নাই বা করলি ঠাট্টা
একদিন আমিও ছিলাম
তোদের মথ দুরন্ত ছটফটে
আর তো এলি না
কত মজার মজার গল্প ছাড়া
লিখেছি তোদের জন্য
জানি না থাকবো ক দিন
তবু মাঝে মাঝে আসিস
বড্ড ভাল লাগে
দু দন্ড সময় কাটাতে পারি
ঠাকুমা গেছে আমি ও যাব
শেষ কটা দিন
তোদের সাথে করব অনেক মজা
No comments:
Post a Comment