Thursday, August 20, 2015




আগমনী....
শুভ জিত দত্ত
 আকাশে বাতাসে মাগো
 তোমার জয় ধ্বনি
 কাশফুলে সেজে উঠেছে
 চারিদিক
 তোমার আগমনে প্রকৃতি
 সেজে ওঠেছে আজ নব রুপে
 তোমার আগমনী ধ্বনি
 আজ বাজিছে চারিদিকে
 প্রকৃতি আজ তার নব
 রুপ মেলে ধরে
মা গো তোমার আগমনে
 যত অশুভ শক্তি
 আছে যত এই ভুবনে
 তোমার আগমনে আজ
 অশুভ শক্তির বিনাশ হল আজ
 মা গো তোমার আগমনে
 শান্তির বার্তা ছরিয়ে গেল
 পৃথিবীর চারিদিকে

No comments:

Post a Comment