ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, August 20, 2015


পুরেনো দিন গুলো
......শুভ জিত দত্ত
 আজ এটা নেই তো
 কাল সেটাই নেই
 কত না বায়না
 কখনো এটার জন্য
 তো কখনো ওটার জন্য
 আজ তো আছে সবই
 নেই আজ পুরোনো
 দিন গুলি
 দৌড়া দৌড়ি আর
 ছোটাছুটি তে কাটতো
সেই পুরোনো দিন গুলি
 বার বার কেন যেন
 মনে পড়ে যায়
 পুরোনো সেই দিন
 গুলোর কথা
 ক্ষণে ক্ষণে ফিরে
 যেতে ইচ্ছে হয়
 সেই হারিয়ে যওয়া
 দিন গুলোর মাঝে

No comments:

Post a Comment