Saturday, January 17, 2026

ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ | আবৃত্তি: শুভ জিত দত্ত | Icche Chilo -Hafiz বাংলা প্রেমের কবিতা

ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ | আবৃত্তি: শুভ জিত দত্ত | Icche Chilo -Hafiz বাংলা প্রেমের কবিতা

"ইচ্ছে ছিলো অনেকটা পথ একসাথে হাঁটার, অথচ একলা পথ চলাটাই নিয়তি হয়ে রইল..." মানুষের জীবনে কত সহস্র ইচ্ছে অপূর্ণ থেকে যায়। কিছু ইচ্ছে ডানা মেলার আগেই ঝরে পড়ে বিষাদের বালুচরে। বিরহ আর প্রেমের অমর কবি হেলাল হাফিজের অনন্য এক সৃষ্টি 'ইচ্ছে ছিলো'। কবির সেই না-বলা কথাগুলো নিজের কণ্ঠে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস। আশা করি, আমার এই আবৃত্তি আপনাদের হৃদয়ে সামান্য হলেও নাড়া দেবে। ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন।

No comments:

Post a Comment