শারদ অর্ঘ্য
-শুভ জিত দত্ত
থেকে বাহারি রঙের মেলা।
শরৎ আকাশ জুড়ে আনাগোনা বাড়ে
স্নিগ্ধ সাদা মেঘের দলের।
সাদা শাড়ির ভাঁজে লাল পেড়ে আঁচল
দিগন্তের পরশ বুলিয়ে
কাশফুলের রাজ্যে জুড়ে এই বোধ হয়
তোমার আনা গোনা।
শারদ অর্ঘ্য নিবেদনে বছরের অপেক্ষায়
তোমার সাথে হবে দেখা ।
কথা হবে,আর আড্ডার ফাঁকে ঘোরাঘুরি
তার সঙ্গে জমবে পেট পূজা।
সেই সঙ্গে না বলা কথা এই পূজা তে
যেভাবে হোক বলে ফেলা
ষষ্ঠী থেকে দশমী পূজা প্রেমের গল্প
কবিতায় কাটুক সারা বেলা।।
