Friday, January 31, 2025

দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক যায়যায় পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশ পেল আরও একটি কবিতা

আজ আমার জন্য একটি গর্বের দিন!
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাহিত্য পাতা "সাহিত্য সঞ্চিত"-এ প্রকাশিত হলো আমার লেখা কবিতা "অসহায়ত্বের গ্লানি"
এরপর, দৈনিক যায়যায় পত্রিকার সাহিত্য পাতায় প্রকাশ পেল আরও একটি কবিতা, "হতাশার বিদায়"

সাহিত্যের এই যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমার লেখা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য দৈনিক রূপালী বাংলাদেশ এবং দৈনিক যায়যায় পত্রিকার সম্পাদক মহোদয় ও সম্পাদকমণ্ডলীকে জানাই অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমার এই ছোট্ট অর্জনটি সবার সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। সকলের ভালোবাসা ও শুভকামনা আমার পথচলার প্রেরণা।

ধন্যবাদ সবাই!




No comments:

Post a Comment