ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, October 3, 2023

কবিতা




কবির কলম
-শুভ জিত দত্ত

এক সময় কলম থেমে যাবে
যদি ভয় দেখাও
যদি সাহস যোগাতে পারো
কলম চলবে সাবলীল গতিতে।

ভয় আর অন্ধকারে বার বার
বিদ্রোহী লেখা আসে না
কলমের স্বাধীনতা না পেলে
তার চিন্তার জগৎ ক্ষয়ে যায়।

পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে
এক সময় বিলীন হয়ে যায়
সে মুক্ত বিহঙ্গের মতো 
লিখে যেতে চায়।

যত না বলা কথা যত অসঙ্গতি
এই সমাজের আড়ালে থাকে
কবির কলমে তাই কেবল
বেরিয়ে আসতে চায়।।