ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, December 8, 2022

কবিতা

 নতুন জীবন

-শুভ জিত দত্ত 


তোমার কথায় পেলাম আমি

নতুন পথের দিশা

হারিয়ে ফেলা পথ গুলো 

আবার খুঁজে পাওয়া 


ভুলে ভরা ছিল সবই

আমার যা ছিল জানা

স্বাধীনতা ভাবে বাঁচতে শেখা

তোমার কাছে জানা


ছন্নছাড়া ছিলাম আমি

হতাশার ডুবেছি

বদলে দিলে এই আমাকে 

শুনিয়ে বাঁচার গল্প


এখন আমি জীবনকে আর

তুচ্ছ করে ভাবি না

তুমি ছিলে তুমি থেকো

বাঁচার গল্প হয়ে।।

Sunday, December 4, 2022

কবিতা


  মুক্তির আনন্দ

-শুভ জিত দত্ত 


বন্ধ খাঁচার শৃঙ্খল ভেঙে 

উড়ছে পাখি নীল আকাশে

ডানা মেলে ছুটে চলে

ছড়িয়ে দিয়ে খুশির আবেশ


আনন্দ আর হাসি গানে

কিচিরমিচির গান ধরে

মুখরিত হয়ে নেচে উঠে

তাদের দলের দল পতি 


নতুন হুকুম রাজ্য জুড়ে

ভাঙতে হবে বন্ধ তালা

মুক্তি পাবে খাঁচায় বন্দী

কোকিল টিয়া ময়না শ্যামা


বন্দী জীবন চায় না তারা

মুক্ত হয়ে উড়তে যে চাই

খেয়াল খুশি নেচে নেচে

নীল আকাশে ভাসতে যে চাই।।



Saturday, December 3, 2022

 কষ্টের অবসান

-শুভ জিত দত্ত


অবিকল স্বপ্নের মাঝে দেখা

সেই প্রিয় মুখটি

আমার কাছের খুব চেনা

অনিন্দ্য সুন্দর মুখের ছবি


তোমাকে দেখেছি সবুজের খেতে 

বাতাসে দোলা দিয়ে 

উড়িয়ে দিয়ে চুলের গোছা

সঙ্গী তুমি আজ যে তাদের


প্রকৃতির সাথে তোমার আছে

বন্ধুত্বের মধুর সম্পর্ক

কত দিনের বন্ধন কোনো মতে 

বোঝার উপায় নেই


কোন এক দিন দেখা হবে

খুব সামনে থেকে

হয়তো কথা হবে আবার

চোখের দেখা মনের প্রাপ্তি 


কি আসে যায় কথা বলা

আর না বলার মাঝে

এক পলক দেখার মাঝে 

আছে কষ্টের পরিসমাপ্তি ।।