ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, June 8, 2022

শরৎ কবিতা



শরৎ এলো
-শুভ জিত দত্ত

দেখতে দেখতে আবার এলো শরৎ
কাশ ফুলের সমারহে ছেয়ে
গেছে মাঠের শেষ প্রান্তে

 নীল আকাশে সময়ে অসময়ে
 সাদা মেঘ ভেসে আসে
 ছেয়ে যায় চারি দিকে

শরৎ এলেই প্রকৃতি সেজে ওঠে
আপন রং এর ছটায় 
অচেনা রূপে মন কেড়ে নেয়

মনের মাঝে তাই চেনা সুর
বেজে ওঠে এই তো 
আবার এলো শরৎ।।

উৎসব আর উল্লাসে ফেটে পড়া
নেই তো আজ নিষেধ বারণ 
মায়ের বকুনি চুলোয় যাক।।