ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 24, 2020

ঈদে নিয়ে লেখা কবিতা

ঈদের খুশি
-শুভ জিত দত্ত

ওই উঠেছে আকাশে চাঁদ
কালকে খুশির ঈদ
একটি মাস রোজা‌‍ শেষে
আসে খুশির ঈদ
নামাজ শেষে কোলাকুলি
‌বড় ছোট নির্বিশেষে
নানা রকম আয়োজনে
মেতে থাকি সবাই মিলে
দুঃখ সুখের ভাগাভাগি
করব সবাই মিলে
নতুন জামা নতুন জুতা
পড়বো মজা করে
ঘোড়াঘুড়ি  খাওয়া দাওয়া
নাইকো মজার শেষ
লাচ্ছা সেমাই ফিরনি মিটাই
 নানা রকম আয়োজনে
ঈদ জমে ওঠে
ভেদাভেদ ভুলে সবাই
আনন্দে মেতে ওঠি
সরিয়ে যত দুঃখ গুলো

Wednesday, May 6, 2020

"আড্ডাবাজি"
শুভ জিত দত্ত

যেখানে জমতো আড্ডা
ছিন না দিন রাত্রি
আনা গোনা হতো কতো
জ্ঞানীগুণী বিদ্য জনের
কত বিষয়ে হতো তর্ক
মাঝে মধ্যে একটু আধটু
গল্পে আড্ডায় জমতো আসর
সাথে একটু চা মুড়ি
কথায় কথায় কেউ তো আবার
খৈই ফোটাতো মুখে
কেউ তো চুপ করে
শুনতো কথা মন দিয়ে
কিছু মানুষ ছিল আবার
হেসেই উড়াতো সবই
দেখতে দেখতে সময় কখন
নিমেষেই যেত চলে
এই ভাবে দিনে দিনে তাদের
আড্ডা নাম করেছে ভারি
দিন গুলো যাক চলে
একটু আড্ডার মাঝে