ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, January 21, 2020

অসহায়ত্বের কথা

শুভ জিত দত্ত

ওদের আছে অনেক তবু
সড়ে না হাত দিয়ে
পথের ধারে মানুষ গুলো
কাঁদছে খিদের জ্বালায়
চলতি পথে দেখে তবু
দেয় না কিছু দিয়ে
তোমার থাকো দালান কোঠায়
আছো কতো সুখে
রোদ বৃষ্টি ঝড় ওদের
সব কিছু সয়ে গেছে
যদি হাত বাড়াতে
ওরা আসতো এগিয়ে
সভ্য সমাজে চলতো না হয়
তোমাদের সাথে সাথে
সামান্য একটু করুণাতে
ওরাও থকতো মহা সুখে
শত বিভেদ ভুলে চল
দাঁড়ায় ওদের পাশে
তারাও না হয় একটু সুখে
থাকুক সবার সাথে