অসহায়ত্বের কথা
শুভ জিত দত্ত
ওদের আছে অনেক তবু
সড়ে না হাত দিয়ে
পথের ধারে মানুষ গুলো
কাঁদছে খিদের জ্বালায়
চলতি পথে দেখে তবু
দেয় না কিছু দিয়ে
তোমার থাকো দালান কোঠায়
আছো কতো সুখে
রোদ বৃষ্টি ঝড় ওদের
সব কিছু সয়ে গেছে
যদি হাত বাড়াতে
ওরা আসতো এগিয়ে
সভ্য সমাজে চলতো না হয়
তোমাদের সাথে সাথে
সামান্য একটু করুণাতে
ওরাও থকতো মহা সুখে
শত বিভেদ ভুলে চল
দাঁড়ায় ওদের পাশে
তারাও না হয় একটু সুখে
থাকুক সবার সাথে
শুভ জিত দত্ত
ওদের আছে অনেক তবু
সড়ে না হাত দিয়ে
পথের ধারে মানুষ গুলো
কাঁদছে খিদের জ্বালায়
চলতি পথে দেখে তবু
দেয় না কিছু দিয়ে
তোমার থাকো দালান কোঠায়
আছো কতো সুখে
রোদ বৃষ্টি ঝড় ওদের
সব কিছু সয়ে গেছে
যদি হাত বাড়াতে
ওরা আসতো এগিয়ে
সভ্য সমাজে চলতো না হয়
তোমাদের সাথে সাথে
সামান্য একটু করুণাতে
ওরাও থকতো মহা সুখে
শত বিভেদ ভুলে চল
দাঁড়ায় ওদের পাশে
তারাও না হয় একটু সুখে
থাকুক সবার সাথে