কুয়াশার চাঁদর
.,.,.,শুভ জিত দত্ত.,.,
শীতের আগমনে কুয়াশায়
ছেয়েছে চারিদিকে
আকাশে তাই সুর্যের লুকোচুরি
সকাল থেকেই চলে
বেলা বাড়লেই আকাশ আবার
ছেয়ে যায় সোনা রোদে
কনে কনে শীতে কাঁপাকাপি
চলে সারাটা দিন জুড়ে
চাঁদর যেন শেষ ভরসা
এই অলক্ষণে শীতে
শীতের আবহে ঘরে ঘরে
চলে নতুন গুরের পিঠা
ক্ষেজুর রসে মন জুড়ানো
স্বাদে গন্ধে নেই তুলনা
বেলা বাড়লেই কাজের চাপ
এটাই শীতের রীতি
উৎসব প্রিয় বাঙালী তাই
শীতেও মেতে ওঠে
নানার ধতুর মাঝে
সবাই সেরা সবার থেকে